January 10, 2025

পুজো কমিটি গুলিকে স্বীকৃতি দিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ব্যবসায়ী সমিতি

1 min read

উৎসবমুখর  বাংলায় বাঙালিরা আনন্দ প্রিয়। আর বাঙালি দের
শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আপামর বাঙালিরা 
চেয়ে থাকে বছরের এই দিনটির দিকে কারণ একটাই এই দিনটি তে থাকে না কোন দুঃখ
শুধু থাকে আনন্দ আর আনন্দ।
আর যারা এই আনন্দ দান করে থাকে সেই সমস্ত পুজো কমিটি
গুলিকে এবার স্বীকৃতি দিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ব্যবসায়ী সমিতি
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে।
। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে
কালিয়াগঞ্জের দূর্গা পূজা ও শ্যামা পূজা কমেটির গুলিকে পুরস্কৃত করা হয় তার
পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের ক্ষুদে কৃতি
ছাত্র ছাত্রীদের মধ্যে পুরুস্কার দেওয়া হয়।
এদিনের ব্যাবাসায়ী সমিতির শারদ ও
দীপাবলি অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন কালিয়াগঞ্জ পৌরসভার
পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল ও অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার বিশ্বাস।
 এছাড়াও
উপস্থিতি ছিলেন পশ্চিম দিনাজপুর জেলার চেম্বার অফ কর্মাসের সাধারন সম্পাদক শঙ্কর
কুন্ডু
,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারন
সম্পাদক সুনীল সাহা
,কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক
সুচন্দন কর্মকার সহ আরো অনেকে।
 এদিন পুরুস্কার বিতরনের সাথে সাথে একটি  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবারে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দূর্গা ও
কালি পূজা কমেটি গুলিকে একক ভাবে প্রথম
,দ্বিতীয় ও তৃতীয় না করে তিনটি ক্লাবকেই প্রথম
হিসাবেই সন্মান জানানো হয়েছে। দূর্গাপূজায় মধ্য আখানগর শেঠ কলোনী সার্ব্বজনীন পূজা
কমেটি
,ইয়ং এ্যাথেলেটিক্স ক্লাব এবং নসিরহাট
হরিহরপুর সার্ব্বজনীয় দূর্গা পূজা কমেটি। একই ভাবে কালি পূজায় আলোক সজ্জায়
পুরস্কার দেওয়া হয় প্রতিকার কসকো ক্লাব
, মন্ডপ হিসাবে সুহৃদ সংঘ এবং সার্বিক ভাবে পুরস্কৃত
করা হয় ত্রিধারা সংঘকে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


শুধু তাই নয় কালি পূজায় থিম পূজা করে তাক লাগিয়ে দেওয়া
সবুজ সংঘ
,অগ্নীবিনা ক্লাব ও মধ্য আখানগর
মহেন্দ্রগঞ্জ বারোয়ারী পূজা কমেটি তিনটিকে বিশেষ পুরুস্কার দেওয়া হয়।


অপরদিকে
দূর্গাপূজার তিনটি মহিলা পরিচালিত পূজা কমেটিকে বিশেষ পুরুস্কার দেওয়া হয়।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রাকৃতিক  চিকিৎসকের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজ সেবায় যুক্ত থাকায় ডাঃ হংসরাজ আগরওয়ালকে সম্বর্ধনা জানালো কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি।সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা তাকে সম্বর্ধনা জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *