January 10, 2025

৭৮ লক্ষ টাকা ব্যয়ে এলইডি লাইট দিচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরইসলামপুর পুরসভা এলাকায় লাইটের পরিষেবা উন্নত করতে

1 min read

৭৮ লক্ষ টাকা ব্যয়ে এলইডি লাইট দিচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ইসলামপুর পুরসভা এলাকায় লাইটের পরিষেবা উন্নত করতে । এর ফলে একদিকে
এলাকায় যেমন 
বিদ্যুতের খবচও কমবে তেমনি  আলোর সমস্যা মিটবে   । প্রতিটি
ওয়ার্ডে পর্যপ্ত আলোর ব্যবস্থা করার দাবি বাসিন্দাদের বহু দিনের। এবার লাইটের
সমস্যা সমাধান হতে চলছে বলে মনে করছে ওয়াকিবহালমহল। এই খবরে বাসিন্দাদের মধ্যেও
খুশির হাওয়া ছড়িয়েছে। পুর কর্তৃপক্ষের দাবি
, শহরে
প্রতিটি স্থানেই লাইট রয়েছে। লাইট বা পথবাতি নেই এমন এলাকা খুঁজে পাওয়া যাবে না।
এবার এই বরাদ্দ দিয়ে আরও বেশি কাজ করা যাবে।
 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এলইডি
লাইটের জন্য ইসলামপুর পুরসভাকে দপ্তর থেকে ৭৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পরের ধাপে
ফের বরাদ্দ দেওয়া হবে। আমরা পুরসভাগুলিকে মডেল পুরসভা করতে চাইছি। এজন্য শুধু
এলইডি লাইট নয়
, অন্যান্য বিষয়গুলির উন্নয়নেও প্রচুর পরিমাণে
বরাদ্দ করা হচ্ছে। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল
আগরওয়াল বলেন
, পুরসভা এলাকায় লাইট আছে। সেগুলি টিউব লাইট, কোথাও
ভ্যাপার লাইট। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এগুলিতে বিদ্যুতের ব্যয় অনেক বেশি হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে
৭৮ লক্ষ টাকার বরাদ্দ পাচ্ছি। এই অর্থে এলইডি লাইট লাগানো হবে। এতে আলো বেশি হবে।
সেই সঙ্গে বিদ্যুৎ বিল কম হবে। বেশি পরিমাণ লাইট লাগানো সম্ভব হবে। পথবাতির
পশাপাশি কয়েকটি জায়গায় হাইমাস্ট টাওয়ার বসানো হবে।
 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *