কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে শিক্ষক দিবস
1 min readকালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে শিক্ষক দিবস
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ৫ সেপ্টেম্বর: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের লায়ন্স ক্লাবে প্রতিবছরের মত এবারেও শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই সর্বপল্লী ডঃ রাধা কৃষ্ণনের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডু,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচিন সিংহ রায়,লায়ন্স ক্লাবের সভাপতি দেৱৰৰত কর,
সম্পাদক পার্থ দে,লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য সহ অনেকেই। কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সম্পাদক পার্থ দে স্বাগত ভাষণ দেবার পর অনুষ্ঠানের মূলপর্বের সূচনা হয়।বিশ্ববিখ্যত দার্শনিক তথা ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির জন্মদিনকে কেন্দ্র করে বেশ কয়েকজন বক্তা স্মৃতিচারণ করেন।মূল বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা তথা বঙ্গরত্ন ডঃ মমতা কুন্ডু।
শুধু মাত্র তার বক্তব্য শোনার জন্য উপস্থিত বেশ কিছু কালিয়াগঞ্জের শ্রদ্ধেয় ব্যক্তিগণ অপেক্ষা করছিলেন।কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এবারের মহান শিক্ষকদিবসে দুই জন অবসরপ্রাপ্ত শিক্ষক দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।যাদের মধ্যে ছিলেন কালিয়াগঞ্জ মনো মোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শুক্লা দে এবং কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মহম্মদ মুনসুর রহমান।
রবিবার অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাতে সমবর্ধনার সামগ্রী তুলে দেন ডঃ মমতা কুন্ড,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,প্রোগ্রাম চেয়ারম্যান দেবব্রত রায়।রবিবার শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত অধ্যপিকা তথা বঙ্গরত্ন ডঃ মমতা কুন্ডু কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্তিপক্ষদের হাতে সমাজ সেবার
নিরিখে পাঁচ হাজার টাকার একটি চেক প্রদান করেন।এবারের শিক্ষক দিবসে করোনা আবহের কারনে কালিয়াগঞ্জ ব্লকের মেধাবী ছাত্র ছাত্রীদের প্রতিবারের মত সম্বর্ধনা দেবার ব্যবস্থা করা হয়নি বলে জানালেন কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সম্পাদক পার্থ দে। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের কর্নধার সুদীপ ভট্টাচার্য।
The Medicine Shoppe of Shillington is the only pharmacy in Reading, Berks County, PA that offers top-quality Tadalafil Generic Cialis at the lowest price generic cialis from india
Repeat the exercise as many times as needed buy priligy generic Send this coupon as a text message to your cell phone
When the drug is taken, blood flow to the penis increases due to chemical regulation generic name for cialis
cialis 5 mg How much is 10,000 percent
On May 20, 2010, researchers from the Harvard School of Public Health presented their findings from a study exploring the possible relationship between the use of fertility drugs and autism spectrum disorder ASD. clomid otc
tamoxifen dose I so appreciated it.