January 10, 2025

চোপড়ার ডাউক, বেরং ও মহানন্দা নদীর ঘাটে জমে উঠেছে সূর্য আরাধনার ছট পূজার মেলা

1 min read
সুবল গোপ চোপড়া :মঙ্গলবার বিকেলে চোপড়ার ডাউক, বেরং ও মহানন্দা নদীর ঘাটে জমে উঠেছে সূর্য আরাধনার ছট পূজার মেলা ।ব্যান্ড পার্টির বাজনা আর আতস বাজির আওয়াজে ছট ঘাট গুলি যেন উৎসবের মেজাজে সেজে উঠেছে। আজ ছটি মাইয়ার (সূর্যাস্তের ) প্রাথনা । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ছট ব্রতীরা নদীতে স্নান করে হাতে ধুপকাঠি নিয়ে সূর্যের দিকে তাকিয়ে জলে দাঁড়িয়ে প্রাথনা করেন ।সেই দৃশ্য দেখতে জাতি ধর্ম নির্বিশেষে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছেন চোপড়ার ডাউক নদীর রবীন্দ্র নগর কলোনি ঘাটে, মহানন্দা নদীর সোনাপুর মুরালি গছ ঘাটে, এবং সব চেয়ে উল্লেখ যোগ্য বেরং নদীর বেরং ব্রিজ ঘাটে ।ছট পূজা কমিটির পক্ষে সঞ্জিত ভগত এবং বিন্দেশরী ঠাকুর জানান, বুধবার সকালে সূর্যদয় এর প্রাথনা সেরে এই পূজা সমাপ্তি হবে ।তাই ভোর রাতে আলোর ব্যবস্থা র জন্য চোপড়া গ্রাম পঞ্চায়েত ঘাটে আলোর ব্যবস্থা করে দিয়েছে ।ছট উপলক্ষে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সকল কে শুভেচ্ছা জানিয়েছেন ।শুভেচ্ছা জানিয়ে ছেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজাহার উদ্দিন ও ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “চোপড়ার ডাউক, বেরং ও মহানন্দা নদীর ঘাটে জমে উঠেছে সূর্য আরাধনার ছট পূজার মেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *