দুই বাংলাদেশী সহ এক ভারতীয় যুবককে আটক, কুশমন্ডি থানার পুলিশ।
1 min readদুই বাংলাদেশী সহ এক ভারতীয় যুবককে আটক, কুশমন্ডি থানার পুলিশ।
লোকনাথ সরকার, কুশমন্ডি ৩০ আগস্ট পূর্ব বাঁশইল গ্রাম থেকে দুই বাংলাদেশী সহ এক ভারতীয় যুবককে আটক করলেন কুশমন্ডি থানার পুলিশ। সুশান্ত রায় (১৯) ও দীপক রায় (১৯) ওই দুই বাংলাদেশী যুবকের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানা এলাকার বাতাসন গ্রামে।
এবং আরেক ভারতীয় যুবক মিলন রায়ের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা এলাকায়।এদিন দুপুরে হঠাৎ বাঁশইল গ্রামে পুশিশ ঢুকতেই হতবাক হয়ে যান গ্রামবাসীরা। বিষয়টি জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
কিভাবে ওই দুই বাংলাদেশী যুবক ভারতে প্রবেশ করলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, বলে জানিয়েছেন কুশমন্ডি থানার আইসি তপন পাল।দুই বাংলাদেশী ও এক ভারতীয় তিন যুবককেই গ্রেফতার করেছে কুশমন্ডি থানার পুলিশ। আগামীকাল তিনজনকেই আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আইসি তপন পাল।