চাঁদ কেন আসেনা আমার ঘরে সেই মনমাতানো গানের ডালি নিয়ে স্বয়ং সঙ্গীত শিল্পী রাঘব চ্যাটার্জী আগামিকাল হাজির হচ্ছেন কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরউৎসবে
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- চাঁদ কেন আসেনা আমার ঘরে, সে অভিমানিনী আজো তো বলেনি আসবে কিনা সে ফিরে । সেই প্রহর গোনার পালা শেষ আগামীকাল সেই চাঁদ আসছে কালিয়াগঞ্জ শহর মাতাতে । যার কথা আমি বলতে চাচ্ছি তিনি হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চ্যাটার্জী কথা। যিনি আগামীকাল কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত পৌরউৎসবের শেষদিনে সঙ্গীত পরিবেশন করবেন। যার সুরেলা কণ্ঠের জাদুতে সুমধুর সঙ্গীত শুনতে ইতিমধ্যে অধীর আগ্রহে আছেন কালিয়াগঞ্জ এর সঙ্গীতপ্রিয় মানুষরা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মনে করা হচ্ছে আগামীকাল তার সংগীত শুনতে প্রচুর মানুষ পৌরসভা প্রাঙ্গণে উপস্থিত হবেন। উল্লেখ্য এই যুগের যে সমস্ত সঙ্গীত শিল্পীরা তাদের সংগীতের জাদুতে সকলের মন কে জয় করে নিয়েছেন তার মধ্যে অন্যতম রাঘব চ্যাটার্জী রয়েছেন । যার কণ্ঠে চাঁদ কেন আসেনা আমার ঘরে এই সংগীত এখন মানুষের মুখে মুখে লেগে রয়েছে। তাছাড়া তার কণ্ঠে একটা মেয়ে যখন তখন, তুমি নেই বলে , দিল দরিয়া , জানিনা কোথায় তুমি হারিয়ে গেছো সহ একের পর এক আধুনিক বাংলা গান করে বাংলায় তিনি সঙ্গীত প্রিয় মানুষদের পাগল করে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না । তাই এবার সেসব গান নিয়ে উৎসবে মাতাতে আসছেন রাঘব চ্যাটার্জী । কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল জানান , আগামীকাল পৌর উৎসবের সমাপ্তি দিনে বিভিন্ন গুণীজন সংবর্ধনা পাশাপাশি থাকছে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণকারী শিল্পীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেমন তেমনি চমক থাকছে প্রখ্যাত সংগীত শিল্পী রাঘব চ্যাটার্জীর সংগীত ।পৌরপতি জানান আগামী কালকের অনুষ্ঠানে সংগীতশিল্পী রাঘব বাবু তার আধুনিক বাংলা গানের ডালি নিয়ে সংগীত পরিবেশনের মাধ্যমে কালিয়াগঞ্জ এ মানুষকে আনন্দ দিবেন। তাই পৌরপতি কালিয়াগঞ্জ বাসী কে অনুরোধ করে আগামীকালের অনুষ্ঠান যাতে তারা কেঊ মিস না করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});