কর্মীরাই দলের সম্পদ, তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বললেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শংকর চক্রবর্তী
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- উত্তর দিনাজপুর জেলা বিজেপি আগামী ২০ ডিসেম্বর রায়গঞ্জে জনসভা করার পরিকল্পনা নিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ।এদিন প্রায় দেড় মাস পর জেলা বিজেপির কার্যালয়ে আসেন সভাপতি শংকর চক্রবর্তী।
তাকে ঘিরে এদিন উন্মাদনা তৈরি হয় বিজেপি কর্মী–সদস্য ও নেতত্বদের মধ্যে।এরপর শংকরবাবুকে এদিন মালা পরিয়ে এবং পুষ্পস্তব হাতে দিয়ে কার্যালয়ে স্বাগত জানান নেতৃত্ব। এর পর বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক
সম্মেলনে
জেলা সভাপতি শংকর চক্রবর্তী বলেন, গণতন্ত্র বাঁচাও রথযাত্রা কর্মসূচিতে রাজেশ ও তাপসের স্মৃতিতে রথ তৈরি করেছে বিজেপির জেলা কমিটি।আগামী ১৮ ডিসেম্বর চোপড়ায় প্রবেশ করবে এই রথ।
সম্মেলনে
জেলা সভাপতি শংকর চক্রবর্তী বলেন, গণতন্ত্র বাঁচাও রথযাত্রা কর্মসূচিতে রাজেশ ও তাপসের স্মৃতিতে রথ তৈরি করেছে বিজেপির জেলা কমিটি।আগামী ১৮ ডিসেম্বর চোপড়ায় প্রবেশ করবে এই রথ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১৯ ডিসেম্বর প্রবেশ করবে ইসলামপুরের দারিভিটে। কেন্দ্রীয় রথের সঙ্গে রাজেশ ও তাপসের স্মৃতি কানকি, ডালখোলা ও করণদিঘি হয়ে রায়গঞ্জের প্রবেশ করবে। এরপর সেই রথ দক্ষিণ দিনাজপুর জেলায় যাবে বলে জানান তিনি। জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ছাড়াও রাজ্য নেতৃত্বরা উপস্থিত থাকবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জনসভায় থাকার কথা রয়েছে দারিভিট কাণ্ডে মৃত ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের বাবা ও মায়ের।সেই সাথে ১৮ থেকে ২০ ডিসেম্বর
জেলায় বিজেপির রথ যাত্রা কর্মসূচিকে
নির্বিঘ্নে
সম্পন্ন করতে জেলা প্রশাসনের
কাছে অনুরোধ জানানো হবে।
শংকরবাবু বলেন, কর্মীরাই দলের সম্পদ। তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এখন লক্ষ্য একটায় রায়গঞ্জ লোকসভা আসনটির জয় নিশ্চিত করা।
জেলায় বিজেপির রথ যাত্রা কর্মসূচিকে
নির্বিঘ্নে
সম্পন্ন করতে জেলা প্রশাসনের
কাছে অনুরোধ জানানো হবে।
শংকরবাবু বলেন, কর্মীরাই দলের সম্পদ। তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এখন লক্ষ্য একটায় রায়গঞ্জ লোকসভা আসনটির জয় নিশ্চিত করা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});