January 9, 2025

বিচারক এর সঙ্গে আইনজীবীদের বচসার ফলে বন্ধ হয়ে যায় সিউড়ির বীরভূম জেলা আদালতের কাজকর্ম

1 min read

 বিচারক এর সঙ্গে আইনজীবীদের বচসার ফলে বন্ধ হয়ে যায় সিউড়ির বীরভূম জেলা আদালতের কাজকর্ম

মাননীয় বিচারক এর সঙ্গে আইনজীবীদের বচসার ফলে বন্ধ হয়ে যায় সিউড়ির বীরভূম জেলা আদালতের কাজকর্ম ।আইনজীবীরা অনড় থাকে তাদের এই কর্মবিরতিতে। এই বিচার প্রক্রিয়া স্থগিত থাকার কারণে অনেক মামলায় নিষ্পত্তি হয়নি। আদালতে হাজিরা দেয়নি অনেক আইনজীবী। আইনজীবীদের এই ধর্মঘট হঠাৎ করে শুরু হওয়ায় অনেকে ফিরেও যেতে হয়েছিল। সেই আইনজীবীরা অভিযোগ তুলেছিল বিচারকের খারাপ ব্যবহারের কারণে তারা এই ধরনের পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন।

ডাক দেওয়া হয়েছিল সাতদিনের কর্মবিরতির। কিন্তু তিনদিনের মধ্যেই আইনজীবীরা তাদের কর্মবিরতি তুলে নেন। তাঁরা জানিয়েছেন সাধারণ মানুষের কথা ভেবেই তারা সাত দিনের জায়গায় তিনদিনের মধ্যেই এই দিনের কর্মসূচি তুলে নেন। এর থেকে রক্ষা পেয়েছে মামলা করতে আশা সাধারণ মানুষ। এবং অন্যদিকে যাদের মামলা চলছিল তারাও আজ ধর্মঘট হঠাৎ করে উঠে যাওয়া প্রথম দিন যেদিন আইনজীবীরা এসে তাদের কাজকর্ম শুরু করেছেন। ফলে মামলাকারীদের মধ্যে অনেকেই জানেন না আজকে আদালত খোলা হবে। সেই জন্য অন্যদিনের তুলনায় আজ ভিড় অনেকটাই কম বললে ভুল বলা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..