উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দাড়িভিটের ভারত বাংলা সীমান্ত সোনামতি এলাকায় এক ব্যক্তির গলা কাটা মৃত দেহ উদ্ধার
1 min readউত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দাড়িভিটের ভারত বাংলা সীমান্ত সোনামতি এলাকায় এক ব্যক্তির গলা কাটা মৃত দেহ উদ্ধার
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দাড়িভিটের ভারত বাংলা সীমান্ত সোনামতি এলাকায় এক ব্যক্তির গলা কাটা মৃত দেহ উদ্ধার। মৃত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম বিশনাথ সিংহ(৩০)। ইসলামপুর থানার সোনামতি এলাকায় চায়ের দোকান করতো।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃত দেহকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কী উদ্দেশ্যে কে বা কারা এই খুন করেছে , তদন্ত শুরু করেছে ইসলামপুর জেলা পুলিশ। ওই মৃত ব্যক্তির ছেলে জানান বাবা রাতে বাড়ি আসছিল পরবর্তীতে বাড়ি থেকে আবার দোকানে যান। পরে আর রাতে ফিরে আসেনি। সকালে খবর পাই বাবার মৃতদেহ পড়ে আছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের জয়মঙ্গল গণেশ জানান ঘটনাটা কিভাবে ঘটল তা বুঝতে পারছিনা পুলিশ তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে।