কালিয়াগঞ্জ কংগ্রেসের উদ্দ্যগে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর প্রথম মৃত্যু বার্ষিকী পালন
1 min read
তপন চক্রবর্তী উত্তর দিনাজপুর-–মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রয়াত সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করলো কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেস।
মঙ্গলবার সকাল থেকে কালিয়াগঞ্জ শহরের কংগ্রেসের রাজীব ভবনে গীতা,কোরান বেদ,বাইবেল পাঠ করা হয়।প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সীর প্রতিকৃতিতে মাল্যদান করেন ব্লক কংগ্রেস সভাপতি তথা বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রায়,শহর কংগ্রেস সভাপতি সুজিৎ দত্ত,
কমিশনার মঞ্জুরী দত্ত দাম,যুব নেতা তুলসী জয়সোয়াল,যুব নেতা সৌম্য দত্ত,আই এন টি ইউ সি নেতা শ্যমলেশ ঘোষ,সুভিজিৎ দত্ত,ব্লক কংগ্রেসের সভানেত্রী জাহেদা খাতুন সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃবৃন্দ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে প্রচুর মানুষের ভীড় হয়।প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর প্রতিকৃতি সহ একটি মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সন্ধ্যায় কালিয়াগঞ্জ হাসপাতাল মোড়ে প্রয়াত সর্বভারতীয় নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর একটি তথ্য চিত্র সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখানো হলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক দিন পর
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জের ভূমি পুত্রের কন্ঠস্বর তথ্য চিত্রের মাধ্যমে শুনে দুধের স্বাদ ঘোলের মধ্য দিয়ে কিছুক্ষনের জন্য হলেও মিটাতে সক্ষম হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});