রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার হাসপাতাল গুলিতে খাদ্য সুরক্ষা অফিসার নিয়োগ
1 min read
তপন চক্রবর্ত্তী–উত্তর দিনাজপুর--রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার চারটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে খাদ্য সুরক্ষা অফিসার নিয়োগ করলো বলে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থা আধিকারিক প্রকাশ মৃধা জানান। মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা মঙ্গলবার কর্নজোড়ায় তার দপ্তরে এক সাক্ষাৎকারে জানান বিগত দিনে উত্তর দিনাজপুর জেলায় খাদ্য সুরক্ষা দপ্তরের কোন আধিকারিক ছিল না।মালদা আবার কোন কোন সময় দার্জিলিং থেকে একজন পার্ট টাইম আধিকারিক সপ্তাহে একদিন করে আসতেন।ফলে সেভাবে কোন কাজ হতোনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার গত সোমবার চার জন খাদ্য সুরক্ষা আধিকারিকের নিয়োগের নির্দেশ বেরিয়েছে উত্তর দিনাজপুর জেলার জন্য।এই চার জন কাজ করবে মালদা অথবা দার্জিলিং থেকে সপ্তাহে একদিন করে যে খাদ্য সুরক্ষা আধিকারিক আসেন তাদের অধীনে থেকেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুখ্য স্বাস্থা আধিকারিক ডঃ প্রকাশ মৃধা বলেন রায়গঞ্জ জেলা হাসপাতালের জন্য রাজেশ কুমার শর্মা,কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের জন্য আসছেন ডঃ আমির সোহাইল,ইসলামপুর মহকুমা হাসপাতালের জন্য আসছেন পঙ্কজ কুমার এবং করনদীঘি গ্রামীণ হাসপাতালের জন্য আসছেন স্যানি রায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই সব আধিকারিকদের হাসপাতালে পোস্টিং হলেও এনারা হাসপাতাল ছাড়াও সেই এলাকার খাদ্যের ভেজালের ব্যাপারগুলো নিয়মিত দেখভাল করবেন।এছাড়াও তারা খাদ্যের লাইসেন্সের সমস্ত ব্যাপার গুলিও দেখবেন বলে জানান।মুখ্য স্বাস্থা আধিকারিক প্রকাশ মৃধা বলেন এখন থেকে বিভিন্ন স্থানে নিয়মিত পরিদর্শনের কাজও তারা করবেন বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});