January 10, 2025

কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ পুনরায় শুরুর আশ্বাস দিলেন সাংসদ সুকান্ত মজুমদার

1 min read

কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ পুনরায় শুরুর আশ্বাস দিলেন সাংসদ সুকান্ত মজুমদার

তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ,২০আগস্ট:উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ন বন্ধ হয়ে পড়ে থাকা রেল প্রকল্পের কাজ পুনরায় যাতে শুরু করা যায় সে ব্যাপারে রেল দপ্তরের সাথে কথাবলে কেন বন্ধ হয়ে আছে তার মূল কারণ জেনে যাতে পুনরায় সমস্ত।প্রতিবন্ধকতা কাটিয়ে তা শুরু।করা যায় তার আশ্বাস দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শুক্রবার কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির পাঁচজনের একটি প্রতিনিধি দল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সাথে দেখা করে তাকে একটি স্মারক লিপি দেওয়া হয়।

স্মারক লিপি পেয়েই তিনি সময় নষ্ট না করে রেল বোর্ডের চেয়ারম্যান ও বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প নিয়ে অনেক্ষন কথা বলেন।সাংসদ সুকান্ত মজুমদার বলেন আমি আপনাদের কাছ থেকে সব কিছু জানলাম।

আমি সবকাগজপত্রও পেলাম।আমি আমার দিক দিয়ে আপ্রাণ চেষ্টা করবো এই কারনেই এই রেল প্রকল্পের গুরুত্ব অপরিসীম।সাংসদ সুকান্তবাবু বলেন যে এই সামান্য একটু আটকে থাকা রেল প্রকল্পের কাজ সম্পুর্ন হলে একদিকে যেমন কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুরের ব্যাপক উন্নয়ন ঘটবে তেমনি প্রচুর অসঙ্ঘটিত শ্রমিকদের কাজের সুযোগ ঘটবে।

তা ছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে ট্রেনে চড়ে কালিয়াগঞ্জ হয়ে অনেক কম সময়ে শিলিগুড়ি যাওয়া যেতে পারে।তা ছাড়াও বালুরঘাট থেকে একটি ট্রেনের মাধ্যমে ত্রিপুর রাজ্যে সরাসরি যাওয়ার সুযোগ ঘটতে পারে বলে জানান।কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী এবং প্রসূন দাস সাংসদ সুকান্ত মজুমদারকে বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধরী ও আপনার উপর দুই জেলার মানুষদেরবিশ্বাস আছে আপনার দুজন একটু দৃষ্টি দিলে পুনরায় এই রেল প্রকল্পের বন্ধ হয়ে থাকা কাজ শুরু হতে পারে।শুক্রবার সাংসদ সুকান্ত মজুমদারের বালুরঘাটের সাংসদ অফিসে গিয়ে তার সাথে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প রূপায়ন কমিটর প্রতিনিধিরা হলেন সংগঠনের সভাপতি সুনীল সাহা,বালুরঘাট-একলাখি ব্রেল উন্নয়ন কমিটির সম্পাদক পীযুষ দেব, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী,প্রসূন দাস সহ-সম্পাদক ডঃ কাঞ্চন কুমার দে, স্বপন ব্রহ্ম এবং প্রকাশ কুন্ডু।বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সাথে কথা বলে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির সদস্যরা প্রচন্ড খুশি ও আশাবাদী বলে জানা যায়।

6 thoughts on “কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেল প্রকল্পের কাজ পুনরায় শুরুর আশ্বাস দিলেন সাংসদ সুকান্ত মজুমদার

  1. If you have taken Super Vidalista , you cannot drive as it brings about sleepiness, dizziness, tiredness and it can also reduce your alertness level buy viagra cialis online This observation should be interpreted with caution, because the low-dose OAD arm was not sufficiently powered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *