দায়িত্ব বুঝিয়ে দিলেন তৃণমূল যুব প্রাক্তন জেলা সভাপতি গৌতম পাল বর্তমান তৃণমূল যুব সভাপতি কৌশিক গুণকে
1 min readদায়িত্ব বুঝিয়ে দিলেন তৃণমূল যুব প্রাক্তন জেলা সভাপতি গৌতম পাল বর্তমান তৃণমূল যুব সভাপতি কৌশিক গুণকে
প্রদীপ সিনহা করণদিঘিযুব তৃণমূল সভাপতির পদ ছেড়ে দিয়েছেন গৌতম পাল। তাঁর জায়গায় এই পদে এসেছেন ইসলামপুরের কৌশিক গুন। রাজ্যে এক ব্যক্তি এক পদ এই সিদ্ধান্তের জেরে জেলা যুব তৃণমূল সভাপতির পদ ছাড়তে হয়েছে গৌতম পালকে। বিধানসভা ভোটে জয়লাভ করে করণদিঘির বিধায়ক হয়েছেন তিনি।শুক্রবার প্রাক্তন জেলা যুব সভাপতির সাথে দেখা করতে করণদিঘিতে এলেন বর্তমান জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুন। গৌতম পাল বলেন, কৌশিক আমার ছোট ভাই। নবনিযুক্ত জেলা যুব সভাপতির দায়িত্ব পেয়েছে।
এতদিন ইসলামপুর টাউনের যুবর দায়িত্ব সামলেছে। বিধানসভা ভোটে খুব ভালো কাজ করেছে। আমি নিজে প্রায় ১০ বছর যুব সভাপতির দায়িত্বে ছিলাম। সবাইকে সাথে নিয়ে কাজ করেছি। যেহেতু চল্লিশের ঊর্ধ্বে যুব সংগঠন করা যায়না, আমাদের দলীয় নির্দেশ আছে। তাই আজকে আমি ব্লক ও জেলার যুব কমিটির সমস্ত তালিকা তুলে দিয়ে ওকে দায়িত্ব বুঝিয়ে দিলাম। অনেক আলোচনা হল। কোথায় কি সমস্যা আছে বুঝিয়ে দিলাম। আগামীতেও জেলায় ৯টি বিধানসভাই আমাদের দখলে থাকবে এবং আশাকরি সামনের পঞ্চায়েত নির্বাচনেও আমরা সবাই মিলে দুর্দান্ত ফল করব। কৌশিক গুন বলেন, গৌতম দা আমাদের অভিভাবক। প্রতিশ্রুতি মতোই ভোটে জেতার পরে মানুষের পাশে রয়েছেন তিনি। করোনাকালে নিজের সাধ্যমতোই ত্রাণ সামগ্রী বিলি করছেন। পাশাপাশি সাধারণ মানুষও যাতে এই কঠিন পরিস্থিতিতে একে অপরের উদ্দেশে সাহায্যের হাত বাড়ান, যুবদের নিয়ে সেই আবেদনও রেখেছেন তিনি। দায়িত্ব আরো বেড়ে গেল। মানুষের পাশে থেকে মানুষের কাজ করে যেতে হবে।