January 10, 2025

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন।

1 min read

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন।

লোকনাথ সরকার, কুশমন্ডি, ২০ আগষ্ট বিজ্ঞান মনস্ক সমাজ গড়ার লক্ষ্যে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে, আজ কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল “জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস”। দিলীপ কুমার সরকারের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানকে উজ্জ্বল করে রাখতে নাচ-গান, আবৃত্তি আরো বিভিন্ন বিষয়কে রাখা হয়। অনুষ্ঠানে আবৃত্তি পাঠ করেন তাপী সরকার, বলি সরকার ও জয়া সরকার

। রাজবংশী ভাষায় বিজ্ঞান ভিত্তিক কবিতা পাঠ করেন দিনাজপুর খন পালাগান সমিতির সভাপতি খগেন্দ্রনাথ সরকার (খুশি)।গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রকৃতি বিজ্ঞান, কম্পিউটার, জীববিজ্ঞান, ভূগোল, রসায়ন বিজ্ঞান এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে, ব্লকের বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র ছাত্রীদের সামনে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের মঞ্চের শিক্ষকেরা।মঞ্চের সম্পাদক আশিস দাস বলেন, বিজ্ঞানের বাইরে যে সব কুসংস্কার বিরাজমান তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের লড়াই চলতেই থাকবে। জানগুরুর কাছে সমর্পণ নয়, বাল্য বিবাহ রোধ, সর্বপরি বিজ্ঞান মনস্কতা নির্ভর করার আবেদন জানান মঞ্চের সকলে।এ যুগের কিশোর বিজ্ঞানি পত্রিকা নিয়ে আলোকপাত করেন মঞ্চের সম্পাদক আশিস দাস। বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সদ্য শেষ হোওয়া অরণ্য সপ্তাহের বৃক্ষরোপন কর্মসূচিতে ৫ জায়গার ১৫ জনকে পুরস্কৃত করেন মশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।এদিন আনুষ্ঠানের সমাপ্তি করেন লোকনৃত্যের মধ্য দিয়ে। লোকনৃত্য পরিবেশন করেন, কাটাবাড়ি আদিবাসী হাইস্কুলের বর্ষা বর্মন, সবুজ বর্মন, সুস্মিতা বর্মন, কৃতি বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানকর্মী উমাশঙ্কর সরকার, রঞ্জিত নিয়োগী, সুরেশ দাস, অখিল রাউত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *