January 10, 2025

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসপি রাহুল দে।

1 min read

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসপি রাহুল দে।

লোকনাথ সরকার, কুশমন্ডি, ১৯ আগষ্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভূক্ত হবার জন্য ফর্ম নিতে দুয়ারে সরকার ক্যাম্পে পদপিষ্ট হচ্ছেন অনেকেই। সেই বিষয়কে মাথায় রেখেই কুশমন্ডি দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এলেন এসপি রাহুল দে। এদিন আচমকাই কুশমন্ডি দুয়ারে সরকার ক্যাম্পে ঢুকু পড়েন তিনি।তিনি জানান, গোটা রাজ্য জুড়েই গত ১৬ আগষ্ট থেকেই শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।

তিনি বলেনযাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। মানুষ যাতে শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকটি প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করবো। দুয়ারে সরকার ক্যাম্পে আরো বেশী করে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার রাখার কথা জানান তিনি।ক্যাম্পের চারদিক নিজেই সব কিছু খতিয়ে দেখেন।

এবং তিনি সকলের কাছে অনুরোধ করেন, যাতে সকলেই শান্তিপূর্ণ ভাবে নিজের নিজের কাজ সম্পন্ন করে দুয়ারে সরকার ক্যাম্পের সুযোগ সুবিধা পান।এছাড়াও এদিন দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন, কুশমন্ডি ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *