লক্ষী ভান্ডার প্রকল্পের ফর্ম বাইরে বিক্রি করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পাটাগোরা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার প্রকল্পে
1 min readলক্ষী ভান্ডার প্রকল্পের ফর্ম বাইরে বিক্রি করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পাটাগোরা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার প্রকল্পে
লক্ষী ভান্ডার প্রকল্পের ফর্ম বাইরে বিক্রি করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পাটাগোরা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার প্রকল্পে। তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলী অভিযোগ করেন দুয়ারে সরকারে লক্ষী ভান্ডার প্রকল্প ফরম বাইরে বিক্রি করা হচ্ছে বিভিন্ন দামে । এবং কিছু গ্রাম বাসি অভিযোগ করেন তারা ফ্রম বাইরে থেকে কিনেছেন।
অপরদিকে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন দুয়ারে সরকার প্রকল্প চলছেল পাটাগোরা বালিকা বিদ্যালয় সেখানে গিয়েছিলাম এবং কিছু অভিযোগ উঠে এসেছিল তবে বিডিও সমস্ত বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করেছেন । এবং সমস্যা মিটে গিয়েছে । অপরদিকে ইসলামপুর ব্লক সভাপতি তথা পাটাগোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি জাকির হোসেন বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন সকাল থেকেই ওইখানে আমরা ছিলাম তবে কোনো রকম অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তবে সেই অভিযোগ আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব।