ভেলাইয়ে আট দলীয় ফুটবলে চ্যাম্পিয়ন কালিয়াগঞ্জ থানা
1 min readভেলাইয়ে আট দলীয় ফুটবলে চ্যাম্পিয়ন কালিয়াগঞ্জ থানা
তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ,১৬আগস্ট: ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ১নম্বর অনন্তপুর অঞ্চলের ভেলাই উচ্চ বিদ্যালয় মাঠে বি বা দি সংঘের পরিচালনায় স্বর্গীয় যোগেশ চন্দ্র ঘোষ চ্যাম্পিয়ন ট্রফি।এবং স্বর্গীয় রাম দ্য়াল টুডু রানার্স ট্রফি নামে একটি আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই ফুটবল খেলার ফিতা কেটে এবং বলে লাথি মেরে উদ্বোধন করেন আকাশবাণীর বিশিষ্ট অনুমোদিত গীতিকার, বেতার শিল্পী তথা প্রবীণ সাংবাদিক তপন চক্রবর্তী।
ফুটবল খেলায় কালিয়াগঞ্জ থানা দল একটি পেনাল্টি কিকে মহানন্দাপুর সিধু কানু আদিবাসী সংঘকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন বিবাদী সংঘের কর্নধার বাবলু ঘোষ এবং রানার্সের হাতে পুরস্কার তুলে দেন অখিল টুডু।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আই সি দ্বীপাঞ্জন দাস
কালিয়াগঞ্জ থানার আধিকারিক বিমল সাথিয়া, ক্লাব সম্পাদক বীরবল দেবশর্মা,বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার,কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ,,বিশিষ্ট শিক্ষক স্বপন সাহা সহ অনেকে।
দীর্ঘদিন কোভিডের কারনে ফুটবল খেলা বন্ধ থাকার পর রবিবারের ফুটবল খেলায় গ্রামে যে ফুটবল খেলার চাহিদা বর্তমানেও যে যথেষ্টই আছে তা খেলাপ্রেমী মানুষদের ভীড় দেখে বোঝা যায়।
ভেলাই বিবাদী সংঘের কর্নধার বাবলু ঘোষ বলেন কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে অনন্তপুর অঞ্চলের ভেলাই এমন একটি গ্রাম যে গ্রামে প্রচুর কচিকাঁচারা প্রতিদিন ফুটবল অনুশীলন করে থাকে।বাবলু ঘোষ বলেন তার দৃঢ় বিশ্বাস এইসব কচিকাঁচাদের যদি আমরা একটু ভালো করে প্রশিক্ষণ দিতে পারি তাহলে এই ভেলাই গ্রাম থেকেই একদিন ভালো ফুটবলার উঠে আসবে।কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ বলেন আমাদের ইচ্ছা আছে ভেলাই বিবাদী সংঘের ক্ষুদে ছেলেদের কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে সপ্তাহে দুইদিন করে ফুটবলের অনুশীলন দেওয়া যায় কিনা তা আমরা চেষ্টা করবো বলে জানান।এটা।একটা ভালো প্রস্তাব বলেই তিনি মনে করেন।