কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল।খেলা হবে দিবস
1 min readকালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল।খেলা হবে দিবস
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭আগস্ট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত জেলার সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী মাঠে রবিবার বিকালে কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে ” খেলা হবে দিবস’ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। খেলা হবে দিবসে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি ও
কালিয়াগঞ্জ পৌর সভা একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়।প্রদর্শনী ফুটবল ম্যাচে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমিকে কালিয়াগঞ্জ পৌর একাদশট্রাইবেকারে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন।করে কালিয়াগঞ্জ পৌর একাদশ ফুটবল দলের ক্যাপ্টেনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক।মন্ডলীর দুই।সদস্য ঈশ্বর রজক এবং রাজীব সাহা অপরদিকে রানার্স দল
কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির ক্যাপ্টেনের হাতে রানার্স ট্রফি তুলে কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর সদস্য কমল ঘোষের সাথে।পুর সভার আধিকারিক।ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায়,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,প্রসাশক মন্ডলীর সদস্য রাজীব সাহা, কমল ঘোষ এবং ঈশ্বর রজক।