স্ত্রীর মর্যাদা ফিরে পেতে, দুই সন্তানকে সঙ্গে করে স্বামীর দরজার সামনে ধর্নায় বসলো স্ত্রী।
1 min readস্ত্রীর মর্যাদা ফিরে পেতে, দুই সন্তানকে সঙ্গে করে স্বামীর দরজার সামনে ধর্নায় বসলো স্ত্রী।
লোকনাথ সরকার, কুশমন্ডি, ১৬ আগষ্ট স্ত্রীর মর্যাদা ফিরে পেতে, স্বামীর দরজায় ধর্নায় বসলো দুই সন্তানকে নিয়ে স্ত্রী। এদিন এরকম এক হতবাক করার মতো ঘটনা জানা জানি হতেই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুশমন্ডি বিডিও অফিস এলাকায়। জানা যায় কুশমন্ডির বাসিন্দা আসিদুর রহমান ও আসামের বাসিন্দা ঊষা বেগম নামে এক মহিলার সোশাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক আলাপে তৈরী হয় ঘনিষ্ঠ সম্পর্ক। ধর্নায় বসা ঊষা বেগম জানান। গত ৭ মাস আগে তাদের দুজনার মধ্যে রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু কোনো কারণে বা ইচ্ছাকৃত ভাবেই আসিদুর রহমান, তার স্ত্রী ঊষা বেগম কে আসামেই রেখে বাড়ি চলে আসেন আসিদুর রহমান।এদিন আচমকাই ঊষা বেগম সংসার করার দাবি তুলে ধর্নায় বসেন,
স্বামী আসিদুর রহমানের বাড়ির দরজার সামনে।ঊষা বেগম জানান ৭ মাস আগে, আমার স্বামী আসিদুর রহমান আসামে যান। আমি সেই সময় তার সাথেই ছিলাম। আসিদুর আমাকে বলেছিলেন। আমি বিবাহিত, আমার সংসার ছিলো। কিন্তু আমার ওই স্ত্রী পরকীয়া করতেন, তাই আমি তাকে ডিভোর্স দিয়েছি।সেই কথাকে তুলে ধরে ঊষা বেগম আসিদুর রহমানকে বলেন। আমাকে বিয়ে করে নিয়ে গিলে, যদি তখন তোমার ওই প্রথম স্ত্রী আমার নামে থানায় ডায়েরী করে? আমি তো আসামের, আমার ওখানে তো কেও নেই! তখন আমি কি করবো?
এই সমস্ত কিছু এবং বিবাহ করা টাকেও অস্বীকার করছেন আসিদুর রহমান।স্থানীয় সূত্রে জানা যায় আসিদুর রহমান আরোও ২ টো বিয়ে করেছে। ৭ বছর আগে রাফিকা ইয়াসমিনকে বিবাহ করেন। এবং কয়েক মাস আগে এই এলাকারি আরেকটা মেয়েকে বিয়ে করেছেন বলে জানা যায়।এ বিষয়ে আসিদুর রহমানের প্রথম স্ত্রী রাফিকা ইয়াসমিনের কাছে জানতে চাইলে, তিনি বলেন। ও এরকম ভাবে মেয়েদের ঠকাচ্ছে,
মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। ও যখন ৩ জনকে বিয়ে করেছে। তাই আমরা তিনজনেই সঠিক বিচার চাই! আমাদের তিন জনেরি ন্যায্য মর্যাদা ফিরিয়ে দিক। ও এটা ব্যবসা শুরু করেছে। আমরা ওর চরম শাস্তির দাবি রাখছি।তৃতীয় স্ত্রী অর্থাৎ ধর্নায় বসা ঊষা বেগম জানান। ও আমাকে বিয়ে করেছে, আমাকে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিক। আমি ওর সাথে সংসার করবো বলে দাবি রাখেন তিনি।এ বিষয়ে এলাকার এক বাসিন্দা আমিনুর ইয়াসমিন জানান। ঘটনাটা সত্যি একটা আবেগ দায়ক। আসিদুর রহমান ৩ টা বিয়ে করেছে এটা সত্যি। এখন আমরা চাইছি যাতে সব কিছু বিবেচনা করে, এক সুষ্ঠ বিচার হয়।