কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নুতন সভাপতি হলেন সুজিৎ সরকার
1 min readকালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নুতন সভাপতি হলেন সুজিৎ সরকার
-তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১৬,আগস্ট: সোমবার বিকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন সুজিৎ সরকার।জানা যায় কলকাতা তৃণমূল দপ্তর থেকে রায়গঞ্জ আদালতের বিশিষ্ট আইনজীবী সুজিৎ সরকার সোমবার বিকেলে এই নির্দেশ হাতে পান।
কালিয়াগঞ্জে সুজিৎ সরকার নুতন সভাপতি হতেই সুজিৎ সরকারকে সবাই শুভেচ্ছা জানানো শুরু করে দিয়েছে।কমল ঘোষ যেহেতু একদিকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির সাথে কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর সদস্য ছিলেন তাই একটি পদ থেকে সরিয়ে দেওয়া হল বলে তৃণমূলেরই অনেকেই মনে করছেন।