দুঃস্থ-মেধাবী শিক্ষার্থীদের পাশে কালিয়াগঞ্জের ‘প্রেরণা-একটি মানবিক মুখ’
1 min readদুঃস্থ-মেধাবী শিক্ষার্থীদের পাশে কালিয়াগঞ্জের ‘প্রেরণা-একটি মানবিক মুখ’
প্রতিবছরের মতো এই বছরও কালিয়াগঞ্জের ‘প্রেরণা-একটি মানবিক মুখ’ সংস্থার উদ্যোগে আয়োজিত হলো দুঃস্থ-মেধাবী শিক্ষার্থীদের বই-খাতা-কলম সহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী l কালিয়াগঞ্জ ও সংলগ্ন এলাকার একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুঃস্থ-মেধাবী শিক্ষার্থীদের কলা ও বিজ্ঞান বিভাগের সমস্ত পাঠ্য পুস্তক প্রদান করা হয় l ‘প্রেরণা-একটি মানবিক মুখ’ সংস্থাকে পাশে পেয়ে এইসব
শিক্ষার্থীরা আপ্লুত হয়েছে এবং তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে নতুন করে l সংস্থার বিশিষ্ট সদস্যা সঙ্গীতা গুহ রায় মহাশয়া জানান ” আমাদের এই পুস্তক বিতরণ কর্মসূচি ‘বিদ্যাসাগর মেধা বৃত্তি ‘প্রকল্পের অন্তর্গত l সমাজের দুঃস্থ-মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জ্ঞানের আলোকের পূর্ণকরণ ঘটাতে ‘প্রেরণা-একটি মানবিক মুখ’ সর্বদাই অঙ্গীকারবদ্ধ l”