ভুতনিকে বাঁচাতে জরুরী কালীন পরিস্থিতিতে কাজে হাত লাগালো জেলা সেচ দপ্তর
1 min readভুতনিকে বাঁচাতে জরুরী কালীন পরিস্থিতিতে কাজে হাত লাগালো জেলা সেচ দপ্তর
মালদাঃ ভুতনিকে বাঁচাতে জরুরী কালীন পরিস্থিতিতে কাজে হাত লাগালো জেলা সেচ দপ্তর।বাঁধ বাঁচাতে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। যদিও এই কাজে রক্ষা হবে কিনা ভূতনির, তা নিয়ে আতঙ্কে ভুগছেন জেলার ভুতনি চরের লক্ষাধিক মানুষ। মালদা মানিকচক ব্লকের ভূতনি চরের গঙ্গা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে ভাঙ্গন। তবে উত্তর চন্ডিপুর অঞ্চলের
কোশিঘাট এলাকায় নদী ,বাঁধের গোড়ায় এসে পৌঁছেছে। লাগাতার ভাঙ্গনের জেরে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন নদী তীরবর্তী বাসিন্দারা। আর এই পরিস্থিতিতে জোর কদমে বাঁধ বাঁচাতে কাজে হাত লাগিয়ে জেলা সেচ দপ্তর।কোশিঘাট এলাকায় রবিবার আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয় কাজের। মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল। ভূতনি থানার ওসি কুনাল কান্তি দাস সহ জেলা সেচ দপ্তরের আধিকারিকরা।আশ্বস্ত করেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের।