January 11, 2025

কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের জন্য জমি দিতে প্রস্তুত গ্রামের জমি দাতারা

1 min read

কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের জন্য জমি দিতে প্রস্তুত গ্রামের জমি দাতারা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৩জুলাই:জমি জটে বন্ধ হয়ে থাকা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের জন্য জমি দিতে কালিয়াগঞ্জ ব্লকের জমি দাতারা বর্তমানে প্রস্তুত।অনেক দেরিতে হলেও বর্তমানে তারা বুঝতে পেরেছেন সেই সময় রেল প্রকল্পের জন্য জমি না দিয়ে তারা প্রচন্ড ভুল কাজ করেছিলেন বলে মঙ্গলবার জানালেন কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুরের বলরামপুর গ্রামের তিতন সরকার।তিতন সরকার বলেন ২০১২ সালে আমাদের গ্রামে জনৈক রাজনৈতিক নেতার খপ্পরে পড়ে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছি যেমন তেমনি এই এলাকায় রেলের কাজে বাধা দিয়ে চরম ক্ষতি হয়েছে।

সেই সময় যদি আমরা সবাই রেলের কথা মত জমি দিতাম আজ রেলের কাজ অনেক দূর অগ্রসর হতে পারতো।ফতেপুরের খগেন্দ্র নাথ সরকার এক প্রশ্নের উত্তরে জানান ২০১২ সালে উত্তর পূর্ব সীমান্ত রেলের মালদা থেকে ডেপুটি চিফ ইঞ্জিনীযার কালিয়াগঞ্জ রেল স্টেশনে সাত দিন ধরে স্পেশাল রেলওয়ে প্রজেক্ট কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর নুতন লাইনের জন্য জমি অধিগ্রহনের জন্য এসেছিল।কিন্তু একটি রাজনৈতিক দলের বাধা দেবার কারনে আমরা কালিয়াগঞ্জ রেল স্টেশনে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে যেতে পারিনি।কিন্তূ আমরা পরে বুঝতে পেরেছি এটা খুব মারাত্বক ভুল কাজ আমাদের দ্বারা করিয়ে নিল বিজেপি দলের নেতা প্রদীপ সরকার।আমরা আমাদের জমি রেল দপ্তরকে দিয়ে ন্যায্য মূল্য পাবো তাতে কোন অসুবিধা আমাদের নাই বলে জমিদাতারা জানান।

কালিয়াগঞ্জ-বুমিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রসূন দাস বলেন ২০১২সলে কালিয়াগঞ্জ- বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজে চাষিদের উস্কিয়ে দিয়ে যে অন্যায় করা হয়েছিল তা এই এলাকার মানুষের জন্য ঐতিহাসিক ভুল করা হয়েছিল।তার ফলে কালিয়াগঞ্জের রেল কেন্দ্রিক উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে।যেহেতু ইউ পি এ সরকার ছিল তাই রাজনীতি করতে হবে সেই কারণেই বিজেপি এই কাজ করেছিল বলেই তিনি মনে করেন।প্রসূন দাস বলেন গ্রামের মানুষদের সহজ সরল পেয়ে সেই সময় বিজর্পি রাজনৈতিক ফায়দা তুলেছিল ঠিকই কিন্তূ সাধারণ মানুষের ও এলাকার উন্নয়ন সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এই রেল প্রকল্প না করতে দেবার জন্য।প্রসূন বাবু বলেন রেলের লাইন যাবার জন্য এলাকা চিহ্নিত করনের কাজ সমস্ত টাই হয়ে আছে।

বেশ কয়েকটি ছোট বড় রেলের সেতু অর্ধনির্মিত ভাবে করা হয়ে আছে। তাই আমরা কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির সদস্যরা দাবি জানাচ্ছি অবিলম্বে বন্ধ হয়ে থাকা কাজ শুরু করা হোক।যেহেতু জমি দাতারা তারা ভুল বুঝে এবার জমি দেবার জন এগিয়ে এসেছে।কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ন ও উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা তথা লায়ন্স ক্লাবের এক্স গভর্নর সুরেশ সারাফ বলেন মাত্র ২৬কিমি রেল লাইন সম্পুর্ন হলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে ট্রেনে চাপলে একই ট্রেনে ত্রিপুরার আগরতলা পর্যন্ত যাত্রীরা রেল পরিষেবা পাবে শুধু তাই নয় সময় ও অর্থ দুটোই কম লাগবে।আমরা চাই অবিলম্বে মোদি সরকারের রেল দপ্তর পুনরায় এই বিশেষ রেল প্রকল্প কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করা হোক।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পটির মাধ্যমে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলারব্যাপক উন্নয়ন ঘটার সাথে সাথে প্রচুর ছেলেরা নানা ভাবে কর্মসংস্থানের সুযোগ পাবে বলে তার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *