নির্বাচনের পর এই প্রথম বিজেপি জেলা কার্যকরী সভায় অনুপস্থিত রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী
1 min readনির্বাচনের পর এই প্রথম বিজেপি জেলা কার্যকরী সভায় অনুপস্থিত রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী
রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সহ একাধিক নেতা নেতৃত্বরা নির্বাচনের পর এই প্রথম বিজেপি জেলা কার্যকরী সভায় অনুপস্থিত । এই প্রথম নির্বাচনের পর জেলা বিজেপির কার্যকরী সভা অনুষ্ঠিত হয় কানকি মুন্সিচাঁদ ভবনে। এই কার্যকারী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সাংগঠনিক সহ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। জেলার বুথ স্তর ও মন্ডল স্তরের নেতা নেত্রীদের দেখা গেলেও হেভিওয়েটদের দেখা যায়নি এই কার্যকরী সভায়।
এর ফলে বিজেপির অন্দরমহলেই গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে জেলা সভাপতি বাসুদেব সরকার কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যারা বিজেপির সাংগঠনিক পদাধিকারী আছেন তারা বেশির ভাগেই উপস্থিত হয়েছেন। এবং যোগাযোগ ব্যবস্থার কারণে অনেকে আসতে পারেননি বলে জানান তিনি। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ওনার শরির অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি ওনি কলকাতায় আছেন বলে জানিয়েছেন তিনি। এবং বিধানসভা নির্বাচনে বিজেপির উত্তর দিনাজপুর জেলায় যে ফলাফল হয়েছে। সে বিষয়ে আগামীতে সাংগঠনিক পর্যালোচনা করে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেবো বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার।