বিজেপি পরিচালিত বরুনা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল
1 min readবিজেপি পরিচালিত বরুনা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৩ জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান রীনাবালা দেবশর্মার বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল। মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যর নেতৃত্বে বরুনা পঞ্চায়েতের সদস্যরা বিডিও প্রসুনকুমার ধারার সঙ্গে সাক্ষাৎ করে প্রধানের বিরুদ্ধে অনাস্থার চিঠি তুলে দেন। ১৬ সদস্য বিশিষ্ট কালিয়াগঞ্জের বরুনা পঞ্চায়েতের ক্ষমতা দখলের ম্যাজিক ফিগার ৯।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জের বরুনা পঞ্চায়েতে বিজেপির ৯ সদস্য জয়ী হয়ে বোর্ড গড়েছিল। তৃণমূলের জয়ী হয়েছিল ৪ জন এবং বাম-কংগ্রেস জোটের ৩ সদস্য। বর্তমান বরুনা পঞ্চায়েতে ক্ষমতাসীন বিজেপির ৩ এবং বাম তথা সিপিএমের ২ সদস্যকে দলে টেনে প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃনমূল।পঞ্চায়েত আইন অনুসারে আগামী দু’সপ্তাহের মধ্যে ব্লক প্রশাসনের ডাকা তলবী সভায় বরুনা পঞ্চায়েত প্রধানকে আস্থা প্রমান করতে হবে।
এই তলবী সভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমানের ব্যার্থ হলে চেয়ার ছাড়তে হবে বরুনা পঞ্চায়েতের বিজেপি প্রধান রীনাবালা দেবশর্মাকে। এদিন কালিয়াগঞ্জের বিডিও’র কাছে বরুনা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের পর ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য জানান, তাদের ৪ সদস্যের সঙ্গে বিজেপির ৩ এবং সিপিএমের ২ জন সদস্য হাত মিলিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ করেছে। নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। বিজেপি পরিচালিত কালিয়াগঞ্জের বরুনা পঞ্চায়েত প্রধানের কাজকর্ম নিয়ে অসন্তোষের কারণেই বিজেপি ও সিপিএমের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করে অনাস্থা এনেছে বলে দাবি ব্লক তৃণমূল সভাপতির।