January 11, 2025

কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পুরসভায় অরন্য সপ্তাহ পালন করা হলো

1 min read

কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পুরসভায় অরন্য সপ্তাহ পালন করা হলো

শুভ আচার্য।। একটি গাছ একটি প্রান,এই বার্তাকে সামনে রেখে রাজ্যের মূখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় রাজ্য জুড়ে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী অরন্য সপ্তাহ কর্মসূচী।সেই মতাবেক বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পুরসভায় অরন্য সপ্তাহ পালন করা হয়।এদিন পুরসভায় শতাধিকের বেশি বিভিন্ন উন্নয়ন প্রজাতির গাছ লাগানো হয়।উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক শচীন সিংহরায়,পুরসভার কার্যনির্বাহীক আধিকারিক আশুতোষ বিশ্বাস,পুর প্রশাসক মন্ডলীর সদস্য বসন্ত রায়,কমল ঘোষ  ,ঈশ্বর রজক, রাজিব সাহা সহ অন্যান পুর কর্মীরা।

অরন্য সপ্তাহ বিষয়ে পুরপ্রশাসক শচীন সিংহরায় বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করে থাকে।সেই কারণে রাজ্য সরকারের উদ্যোগে সাত দিন ব্যাপী অরণ্য সপ্তাহ পালন করা হবে।

আজ কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে পুরসভায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হ্য়।আগামী সাত দিন ধরে পুর এলাকা জুড়ে গাছ লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *