একটানা পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ-
1 min readএকটানা পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ-
তপন।চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১জুলাই:কেন্দ্রের মোদি সরকার একটানা পেট্রল ও ডিজেলের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে তৃণমূল কংগ্রেস সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে।
কেন্দ্রের মোদি সরকারের দিকে আঙ্গুল তুলে জ্বালাময়ী বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ,তৃণমূলের শহর কমিটির সভাপতি কমল ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্য,ঈশ্বর রজক সহ অনেকেই।অবস্থান বিক্ষোভের পূর্বে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ একটি বিশাল সাইকেল মিছিল করে সারা শহর প্রদক্ষিণ করে।সাইকেল মিছিলে অংশগ্রহণ করেন বসন্ত রায়,জীবন নায়েক,তপন কুন্ডু,জাহাঙ্গীর কবির,খাবির মহম্মদ,শচিন সিংহ রায় রাজীব সাহা সজল সাহা অংশ নেন.রবিবার সকাল সাড়ে দশটায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে এই পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সাইকেল মিছিলটি বের হয়ে সমগ্র কালিয়াগঞ্জ শহর প্রদক্ষিণ করে।