January 11, 2025

ইন্টেলিজেন্স সিস্টেম নির্ভর ডিজিটাল সোসাইটিই হল আগামী দিনের ভবিষ্যৎ : উঠে এল আন্তর্জাতিক কনফারেন্সের মঞ্চ থেকে

1 min read

ইন্টেলিজেন্স সিস্টেম নির্ভর ডিজিটাল সোসাইটিই হল আগামী দিনের ভবিষ্যৎ : উঠে এল আন্তর্জাতিক কনফারেন্সের মঞ্চ থেকে

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ,৮জুলাই:ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনফরমেটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম (ICONIAIIS-2021) অনুষ্ঠিত হলো 30 শে জুন 2021। আন্তর্জাতিক কনফারেন্সটি আয়োজন করেছিল সিঙ্গাপুর ও ভারতবর্ষের সঙ্গে যুক্ত একটি তথ্যপ্রযুক্তি সংস্থা EduNDI-Inovating Intelligence । এই আন্তর্জাতিক কনফারেন্সেটি St. Mary’s Technical Campus Kolkata র সহযোগিতায় অনুষ্ঠিত হয়। কনফারেন্সটির টেকনিক্যাল স্পন্সার ছিল ইনফর্মেশন সাইন্স এন্ড টেকনোলজি ফাউন্ডেশন, ভারত এবং নলেজ পার্টনার নিউ দিল্লি পাবলিশার, নিউ দিল্লি। আন্তর্জাতিক কনফারেন্সটির মূল পৃষ্ঠপোষক ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রাণতোষ কুমার পাল। তিনি এই আন্তর্জাতিক কনফারেন্সের প্রোগ্রাম চেয়ার এবং চিফ এক্সেকিউটিভ অফিসার হিসাবে কনফারেন্সটিকে সম্পন্ন করেন সেন্ট মেরি টেকনিক্যাল ক্যাম্পাসের সহযোগিতায়। এই কনফারেন্সটির জেনারেল চেয়ার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সেন্ট মেরি টেকনিক্যাল ক্যাম্পাসের প্রিন্সিপাল প্রফেসার সৌম পাল। কনফারেন্সটিতে বিভিন্ন দেশ বিদেশের বক্তারা তথ্যপ্রযুক্তির অত্যাধুনিক বিষয় নিয়ে আলোচনা করেন, আলোচনা করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল সিস্টেম, ইন্টেলিজেন্স সিস্টেম, এবং স্মার্ট সিস্টেম নিয়ে। এই আলোচনা চক্রে অংশগ্রহণ করেন দেশ ও বিদেশের চারজন মূল বক্তা, এরা হলেন আমেরিকার বল স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসার সুশীল শর্মা। তার আলোচনার মূল বিষয় ছিল “স্মার্টনেস ইন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এজ”।

তিনি তুলে ধরেন কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সমাজে আসে এবং ধীরে ধীরে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সমাজের বিভিন্ন অংশে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং আগামী দিনে আমরা কিভাবে আরো উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সমাজের দিকে এগোচ্ছি। অনুষ্ঠানের দ্বিতীয় বক্তা ছিলেন প্রফেসার দামোদর গুরাপ্পু উপাচার্য, চৈতন্য ডিমড বিশ্ববিদ্যালয়, তেলেঙ্গানা। তিনি ডিজিটাল এডুকেশনের অপরচুনিটি, ইসু এবং চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করেন এবং অনলাইন এডুকেশন এবং ডিজিটাল এডুকেশনের কি কি সমস্যা সেই সমস্ত বিষয়েও তিনি আলোকপাত করেন। এই আন্তর্জাতিক কনফারেন্সটির আরো একজন পৃষ্ঠপোষক হলেন শ্রী গোবিন্দ কুমার, যিনি এডু ইন্ডিয়া, সিঙ্গাপুর ও ভারতবর্ষের এই প্রতিষ্ঠানটির ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। তিনিও এই আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য রাখেন, তার আলোচনার মূল বিষয় ছিল বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন কোন বিষয় অত্যাধিক গুরুত্ব পাচ্ছে, কিভাবে আমরা ইন্টেলিজেন্স সিস্টেমনির্ভর শিক্ষা প্রযুক্তি বিনোদন নগর-জীবন ইত্যাদি সম্পর্কে ধীরে ধীরে প্রভাবিত হচ্ছি। তার বক্তব্যে উঠে আসে বর্তমান চাকরির বাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রাম, কোর্স এবং তার গুরুত্ব । এই আন্তর্জাতিক কনফারেন্সের চতুর্থ আমন্ত্রিত বক্তা ছিলেন এম.আই.টি ওয়ার্ল্ড পিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ বিনয় কুমার। তিনি ডেটা সাইন্স বিষয়ে আলোচনা করেন এবং কিভাবে ডেটা সাইন্স আধুনিক তথ্য ব্যবস্থাকে প্রভাবিত করছে এবং তথ্য নির্ভর সমাজকে ত্বরান্বিত করছে এই বিষয়ে আলোচনা করেন।উক্ত আন্তর্জাতিক কনফারেন্স থেকে একটি বিষয়ে সবাই উপনীত হন যে আধুনিক সমাজ তথ্যনির্ভর সমাজ এবং ডিজিটাল সমাজ, এই সমাজে বিভিন্ন রকম প্রযুক্তির যথেষ্ট গুরুত্ব আছে যেমন ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা , হিউম্যান কম্পিউটার ইন্টারেক্শন, ইউসাবিলিটি ইঞ্জিনিয়ারিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স । সব মিলিয়ে ইন্টেলিজেন্স সিস্টেম নির্ভর দুনিয়াতে আমরা পদার্পণ করতে চলেছি। উন্নত দেশগুলোর সঙ্গে সঙ্গে উন্নয়নশীল দেশগুলো আগামী দিনে এই সমাজের পথে এগোচ্ছে।এই আন্তর্জাতিক কনফারেন্সের জেনারেল চেয়ার প্রফেসার সৌম পাল সকল কে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন তার সঙ্গে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার ডঃ প্রাণতোষ কুমার পাল। এই অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির উপাচার্য অধ্যাপক সৈকত মিত্র মহাশয় এবং উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশিস দে। তিনি অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তা জানান এবং কিভাবে এইরকম আন্তর্জাতিক কনফারেন্স জ্ঞাননির্ভর সমাজকে ত্বরান্বিত করতে পারে সে বিষয়ে আলোকপাত করেন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের খ্যাতনামা অধ্যাপক, অধ্যাপিকা, বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত পেশাদাররা ও অনুষ্ঠানে যুক্ত ছিল বিভিন্ন ছাত্র ও ছাত্রী। উক্ত অনুষ্ঠানে সেন্ট মেরি টেকনিক্যাল ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল আফ্যাপিকা মাধুরী ভট্টাচার্য্য উদ্বোধনী অনুষ্ঠানের পর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।এই অনুষ্ঠানটি অনলাইন মোডে অনুষ্ঠিত হয় গত 30 শে জুন Zoom, Google Meet এবং YouTube প্লাটফর্মে। প্রায় 400 জনের বেশি এই আন্তর্জাতিক কনফারেন্সে রেজিস্ট্রেশন করে এবং অংশগ্রহণ করে। এই আন্তর্জাতিক কনফারেন্সটির আরেকটি অঙ্গ ছিল পেপার প্রেজেন্টেশন এবং পাবলিকেশন। আন্তর্জাতিক কনফারেন্সটি নিউ দিল্লি পাবলিশার এবং ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি ফাউন্ডেশন দ্বারা টেকনিক্যাল স্পন্সার হওয়ার দরুন কনফারেন্স এ ৭৩টি গবেষণাপত্রের মধ্য থেকে ৩৫টি গবেষণাপত্র কে নির্বাচিত করা হয় এবং চারজন সেশন চেয়ার (অধ্যাপক উৎপল রায়,অধ্যাপক সান্তনু ফাদিকার, অধ্যাপক বিশ্বপতি জানা,অধ্যাপক অমিতাভ চৌধুরী) এই পেপার প্রেজেন্টেশন প্রক্রিয়াটিকে সম্পন্ন করেন।সেন্ট মেরি টেকনিক্যাল ক্যাম্পাসের অধ্যাপিকা পায়েল গাঙ্গুলির উদ্বোধনী সংগীত এর মাধ্যমে সকাল নটার সময় অনুষ্ঠানটি শুরু হয় । অনুষ্ঠানটির সঞ্চালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই আন্তর্জাতিক কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপিকা সুচিতা মুখার্জী । এছাড়া এই অনুষ্ঠানটির কনভেনার হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যাপক শুভজিৎ দে এবং কো -কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন ডঃ তপন সরকার। অনুষ্ঠানটিতে দেশ-বিদেশের আন্তর্জাতিক পরামর্শদাতা যেমন ছিলেন, তেমনি ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির মেম্বারগন । এই অনুষ্ঠানটিতে এক্সেকিউটিভ কমিটির মেম্বাররা এবং টেকনিক্যাল টিম মেম্বাররা সাহায্য করেন অনলাইন প্রক্রিয়ায় গোটা প্রোগ্রামটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে।অনুষ্ঠানটির আর একটি অঙ্গ ছিল পুস্তক প্রকাশনা অনুষ্ঠান । এই পুস্তক প্রকাশ অনুষ্ঠানে দুটি গ্রন্থের উদ্বোধন হয়, প্রথম গ্রন্থটি হল ইনফরমেটিক ফর সোসাইটি অ্যান্ড ম্যানেজমেন্ট দা এমার্জেন্স। এই পুস্তকটির সম্পাদনা করেন অধ্যাপক প্রাণতোষ কুমার পাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা এই কনফারেন্সের প্রোগ্রাম চেয়ার এবং সি .ই.ও। এই পুস্তকটির সহ সম্পাদক হলেন প্রফেসর সৌম পাল, যিনি সেন্ট মেরি টেকনিক্যাল ক্যাম্পাস কলকাতার প্রিন্সিপাল এবং ইন্দোরের অধ্যাপক শিবলাল মেওয়ারা। এই আন্তর্জাতিক কনফারেন্সের মঞ্চে প্রকাশিত দ্বিতীয় শীর্ষকটি ছিল ইমার্জিং ট্রেন্ড এন্ড নিউ হরাইজন ইন অ্যাপ্লাইড সাইন্সেস : ফিউ সিলেক্টেড টপিক অন বায়ো এন্ড ফিজিক্যাল সায়েন্স। উক্ত পুস্তক দুটিই নিউ দিল্লি পাবলিশার দ্বারা প্রকাশিত হয়। দ্বিতীয় পুস্তকটিরও সম্পাদক হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাণতোষ কুমার পাল। সহ সম্পাদকরা হলেন কলকাতার ভৈরব গাঙ্গুলী কলেজের অধ্যাপক দেবব্রত ভদ্র, কলকাতা দমদম মতিঝিল কলেজের অধ্যসপক কুন্তল বিশ্বাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, কলকাতার ভৈরব গাঙ্গুলী কলেজের অধ্যাপক শীর্ষেন্দু সরকার। এই পুস্তক দুটিতে গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে এবং এই পুস্তক দুটি অনলাইন এবং হার্ডকপি দুটি উপায়ে উপলব্ধ। সমাপ্তি ভাষণ দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন অধ্যাপক সৌম পাল। তারপরে শুরু হয় পেপার প্রেজেন্টেশন সিডিউল ।এই পেপার প্রেজেন্টেশন সিডিউলে প্রায় ৩৫ জন গবেষক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পেপার প্রেজেন্টেশন করেন এবং সেশন কো-অর্ডিনেটর হিসেবে সাহায্য করেন অধ্যাপক অরিজিৎ সাহা, অধ্যাপক সুমন অধিকারী, অধ্যাপক রামিজ রাজা,অধ্যাপিকা পায়েল গাঙ্গুলী।শুধু ভারতবর্ষ থেকে নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন নেপাল, বাংলাদেশ, ফিলিপিনস, মেক্সিকো, সিরিয়া, ইত্যাদি দেশ থেকে পেপার প্রেজেন্ট করা হয় এই অনুষ্ঠানে। এই গবেষকদের উপস্থাপিত গবেষণাপত্র গুলো খুব শীঘ্রই বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় গবেষণামূলক ও জার্নালে প্রকাশিত হবে বলে জানান, এই আন্তর্জাতিক কনফারেন্সের সি.ই,ও এবং মূল উদ্যোক্তা অধ্যাপক প্রাণতোষ কুমার পাল। অধ্যাপক প্রাণতোষ কুমার পাল জানান এই কনফারেন্সটি বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য রেজিস্ট্রেশন মূল্য ছাড়াই উন্মুক্ত ছিল যার ফলে দেশ-বিদেশের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন এবং আধুনিক বিষয় সম্পর্কে অবগত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *