January 11, 2025

বিধানসভায় মদনকে বললেন দিলীপ, তৃণমূলে একজনই হিরো

1 min read

বিধানসভায় মদনকে বললেন দিলীপ, তৃণমূলে একজনই হিরো

অধিবেশনের প্রথমার্ধে পরেছিলেন শার্ট-প্যান্ট, দ্বিতীয়ার্ধে কালো পাঞ্জাবি। শার্ট-প্যান্ট পরিহিত অবস্থায় অবশ্য না দেখলেও জমকালো পাঞ্জাবিতে মদন মিত্রকে এদিন বিধানসভায় দেখে ফেলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বিধানসভা ভবনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করতে গিয়েছিলেন। আর সেখানেই খানিক কুশল বিনিময় হয়ে গেল কামারহাটি তৃণমূল বিধায়কের সঙ্গে। সূত্রের খবর, দিলীপ ঘোষ নাকি মদন মিত্রকে বলেন, ‘তৃণমূলে একজনই হিরো।’এমন সময় কাছ দিয়েই যাচ্ছিলেন মদন।

তাঁকে আসতে দেখে হাত নেড়ে দাঁড়াতে বলেন দিলীপ। ঠিক সেই সময় প্রাক্তন পরিবহণমন্ত্রী মদনের পরনে ছিল জমকালো সোনালি কাজ করা কালো পাঞ্জাবি। সূত্রের খবর, এমন পোশাক দেখে কৌতূহলী দিলীপ প্রশ্ন করেন, ‘আপনার দলে তো হিরো বলতেও তো একজনই আছে, সেটা মদন মিত্র।এরকম পাঞ্জাবি ক’পিস আছে আপনার? খাসা পাঞ্জাবি পরেছেন একখানা’ জবাবে মদন মৃদু হেসে বলেন, ‘একপিসই। আসলে দুপুরে একটু বেরিয়েই ভিজে জবজবে হয়ে গেলাম। তাই পোশাকটা পাল্টে এলাম। তবে এরকম পাঞ্জাবি এই একটাই আছে আমার।’পরে সাংবাদিকরা মদন মিত্রকে পেয়ে যখন প্রশ্ন করেন, দিলীপবাবুর সঙ্গে কী কথা হল আপনার? জবাবে মদন বলেন, ‘ওই পাঞ্জাবি নিয়ে কথা বলছিলেন। বললেন, আপনিই আপনার দলের একমাত্র হিরো। আসলে আমার সঙ্গে সকলেরই ভাল সম্পর্ক তো।’ ২০১৬-১৯ পর্যন্ত খড়্গপুর সদরের বিধায়ক ছিলেন দিলীপ। সেই সময় অবশ্য বিধানসভার সদস্য ছিলেন না মদন। তবে ব্যক্তিগত সম্পর্ক খারাপ ছিল না কখনওই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *