প্রয়াত প্রাক্তন পৌর পিতার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন
1 min readপ্রয়াত প্রাক্তন পৌর পিতার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৮জুলাই:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার কংগ্রেসের প্রয়াত প্রক্তন পুরপ্রধান অরুন দে সরকারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় শহরের তালতলায় শহর কংগ্রেস কার্যালযে।
প্রয়াত প্রাক্তন পুরপ্রধান অরুন দে সরকারের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সওয়াল ,
প্রাক্তন কমিশনার মঞ্জুরি দত্ত দাম, যুব নেতা গিরিধারী প্রামানিক ও সৌম্য দত্ত সহ কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি গত ১ লা জুলাই ডঃ বিধানচন্দ্র রায়ে জন্ম ও মৃত্যু দিন উপলক্ষ্যে অঙ্গন প্রতিযাগিতার আয়োজন করা হয়েছিলো। যারা প্রথম,দ্বিতীয়, তৃতীয় সহ সকল
প্রতিযোগীদের শান্তনা পুরুস্কার প্রদান করা হয়।প্রকাশ,একটানা ২২ বছর প্রয়াত প্রাক্তন পৌরপিতা অরুণ দে সরকার কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা থাকা কালীন যথেষ্ট সুনামের সাথেই কাজ করে গেছেন।