January 11, 2025

কালিয়াগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিড়ে ফেলাকে কেন্দ্র করে তৃণমূলের পথ অবরোধ

1 min read

কালিয়াগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিড়ে ফেলাকে কেন্দ্র করে তৃণমূলের পথ অবরোধ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা হিসাবে পরিচিত।কিন্তূ বিধান সভা নির্বাচনের দুই মাস যেতে না যেতেই হটাৎ করেই সাশক তৃণমূল ও বিজেপি দলের মধ্যে হিংসার বাতাবরণ তৈরী হয়ে উঠেছে দুই দলের ঠান্ডা লড়াইয়ের মধ্যে দিয়ে।মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন স্থানে লাগানো তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স রাস্তার মধ্যে বিজেপি কর্তৃক।ছিড়ে ফেলার অভিযোগ এনে তৃণমূল দলের পক্ষে মঙ্গলবার দুপুরে বিবেকানন্দ মোড়ে পথ অবরোধ করা হয়।কালিয়াগঞ্জ শহর তৃণমূলের সভাপতি কমল ঘোষ বলেন কালিয়াগঞ্জের কিছু সুযোগ সন্ধানী তৃণমূল নেতা ভেবেই নিয়েছিল এবার রাজ্যে গেরুয়া বাহিনী সরকার গড়বেই।তাই তৃণমূল ছেড়ে বিজেপি দলে নাম লিখায়।কিন্তূ বিজর্পি আশানুরূপ ফল করতে না পারায় পুনরায়

সেই সব গদ্দার তৃণমূল দলে ফিরে আসার জন্যনানান ধরনের ফন্দি ফিকির চালাচ্ছে।কিন্তূ কালিয়াগঞ্জের মূল তৃণমূল দল ছাড়াও যুব তৃণমূল,তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস এক সাথে সবাই মিলে দাবি তুলেছেন যারা বিধান সভা নির্বাচনে দলকে বিপদে ফেলে বিজেপি দলে যোগ দেয় তাদের কোন ভাবেই তৃণমূল দলে ফেরানো হবেনা।কমল ঘোষ বলেন এই সমস্ত সুযোগ সন্ধানী মানুষদের কোন ভাবেই তৃণমূল দলে নেওয়া হবেনা।অপর দিকে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তৃণমূল থেকে বিধান সভা নির্বাচনের আগে তৃণমূলের প্রাক্তন পৌরপিতা বিজর্পি দলে গিয়েছে তার নাম করে শহরের সর্বত্র গদ্দার কার্তিক পালকে তৃণমূলে ফেরানো হবেনা পোস্টার লাগানো হয়েছে।

ফলে তৃণমূল ও বিজর্পি হটাৎ করে সম্মুখ সমরে আসায় শান্ত কালিয়াগঞ্জ শহরকে অশান্ত করবার যে একটা চক্রান্ত চলছে তা বলার অপেক্ষা রাখেনা।কালিয়াগঞ্জ শহরের মানুষদের বলতে শোনা যাচ্ছে কাজের মানুষ বলে পরীক্ষিত কার্তিক পালকে যদি তৃণমূলের রাজ্য স্তর থেকে কালিয়াগঞ্জের তৃণমূল দলে নেওয়া হয় তাহলে বর্তমানে যে সমস্ত নেতৃত্ব তৃণমূল দলে আছেন তাদের অনেকের কপালে ভোগান্তি যে আসবে তা ভেবেই তৃণমূলের কিছু কর্মীরা এইসব পথ অবরোধ,বিক্ষোভ দেখানো হচ্ছে বলেই মনে করছেন তাদের বক্তব্য বিজেপির নাম ভাঙিয়ে এইসব ফ্লেক্স ছিড়ে ফরলা হচ্ছে প্রাক্তন পৌর পতির নামে পোস্টার লাগানোর কাজ তৃণমূল দলের সমর্থকেরাই করছে বলে তাদের বিশ্বাস।জানা যায়।তৃণমূলের।রাজ্য স্তরের নেতৃত্বরা বুঝতে পেরেছে যে কালিয়াগঞ্জ পৌর সভার।। ।।প্রাক্তন পৌর পতি কার্তিক পাল এমনি একজন নেতা যে দলে থাকলে দলের বিধায়ক যেমন জয়ী হতে পারে না থাকলে পরাজিত হতেও পারে।আবার পৌর নির্বাচনে তিনি তৃণমূল দলে থাকলে যেমন পৌর সভা তৃণমূলের পক্ষেই যাবে না থাকলে পৌর সভা বিরোধীদের দখলে যাবে। জানা যায় তৃণমূলের পক্ষ বেশ কিছু বিজেপি নেতাদের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ বলেন তৃণমূল এসব নিজেরাই করে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে।বিজেপি থেকে তৃণমূল দলে যাবার কোন সম্ভাবনা নেই।এসব মনগড়া কথা বার্তা ছাড়া ওদের করার কিছু নেই।তৃণমূলের আজকের এই পথ অবরোধে অংশ নেয় তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর সভাপতি কমল ঘোষ,যুব নেতা রাজা ঘোষ সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *