January 11, 2025

দামাল ব্রিগেড,আপনি তপন স্বপন কাউকেই চাননা আপনি একটি জিনিসই চান সেটি সহধর্মিণীকে পৌর সভার টিকিট পাইয়ে দিতে

1 min read

দামাল ব্রিগেড,আপনি তপন স্বপন কাউকেই চাননা আপনি একটি জিনিসই চান সেটি সহধর্মিণীকে পৌর সভার টিকিট পাইয়ে দিতে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, একজন প্রবীণ সাংবাদিক হিসাবে আমার কাছে যা খবর আছে তাতে কালিয়াগঞ্জে তৃণমূলের দামাল ব্রিগ্রেড বলে আমার কাছেতো দূরের কথা কালিয়াগঞ্জের তৃণমূলের কর্মকর্তারাও জানেনা এরকম কোন সংগঠন কালিয়াগঞ্জে আছে?কোন ভুঁইফোড় নেতা অবৈধভাবে দামাল তৃণমূল ব্রিগেড নাম দিয়ে মাঝে মধ্যেই ফেসবুক নেতা হতে চাইছেন?তৃণমূল নেতাদের উপদেশ বাণী দিয়ে নিজেকে পৌর সভার নির্বাচনের আগে নিজের জায়গা শক্তপোক্ত করবার বিফল চেষ্ঠা করে কিছুই লাভ হবেনা।

 

 

জনৈক তৃণমূল নেতা বলেই ফেললেন এই বুড়ো দামাল তৃণমূল ব্রিগেডকে বিধান সভা নির্বাচনের আগেতো কোন উপদেশ বানী তৃণমূলের শ্বার্থে প্রচার করতে দেখা যায়নি?না তখনতো এই তৃণমূলের দামাল ব্রিগেড বাহিনী গর্ভে অবস্থান করছিল।কেননা বিধান সভা নির্বাচনের মত গুরুত্বপূর্ন নির্বাচনে দামাল ব্রিগেডের কোন।প্রয়োজন ছিলনা। কেননা তপন দেব সিং জিতলেই কি আর হারলেই কি দামাল ব্রিগেডের কোন মাথা ব্যাথা ছিলনা।দামাল ব্রিগেডের স্বঘোধিত নেতার মাথা ব্যাথার কারনই কালিয়াগঞ্জ পৌর সভার পৌর ভোট।কারন এই সময় যদি প্রতিদিন তৃণমূলের দলের সম্পর্কে মুখরোচক মনের মত কিছু বক্তব্য ফেস বুকে দিয়ে তৃণমূলের নেতাদের সংস্পর্শে আশা যায় সেই রকম ভাবনাই সেই বুড়ো দামাল ব্রিগেডের স্বঘোষিত নেতার লিখা ও ভাবে ভঙ্গিতে আমরা শুধু নই তৃণমূলের কালিয়াগঞ্জের নেতৃত্বরাও তার মনের কথা বুঝতে পেরেছেন তা নিশ্চিত ভাবেই বলা যায়।তা ছাড়া তৃণমূল দলের জন্য কালিয়াগঞ্জ পৌর এলাকার ১৭টি ওয়ার্ডে দলের জন্য যারা বিগত পাঁচ বছর ধরে কাজ করে চলেছে তাদের বাদ দিয়ে ফেস বুকে তৃণমূলের জন্য বিপ্লব এনে ঝড় তুলে নিজের স্বার্থকে চরিতার্থ করবো এ ব্যাপারে নিজে মূর্খের স্বর্গে বাস করলেও অন্যরা কেও মূর্খ নয়। সুতরাং এসব করে কোন লাভ নেই।যদি দল করতে কাউকে হয় তাহলে পাড়ায় পাড়ায় পোস্টার লাগিয়ে হাতের মুঠোকে শক্ত করতে পারলে আগামী ১৫ বছর পর একদম যা মনে মনে চাইছেন তা পেয়ে যাবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *