January 11, 2025

কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় ভেজাল সর্ষের তেল ভর্তি একটি পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার-১-

1 min read

কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় ভেজাল সর্ষের তেল ভর্তি একটি পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার-১-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩জুলাই:গোপন সুত্রের খবরের ভিত্তিতে রাতে নাকা চেকিংয়ের সময় ভেজাল তেল ভর্তি একটি পিকাপ ভ্যান সমেত একজনকে আটক করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার টাউন বাবু মৃত্যুঞ্জয় বিশ্বাস সহ কালিয়াগঞ্জ থানার পুলিশের এক বাহিনী । শুক্রবার রাতে কালিয়াগঞ্জ থানার পুলিশ কুনোর মোড় এলাকায় রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কে পিকাপ ভ্যানটি আটক করে। গাড়ি থেকে ৮০ টি ভেজাল সরষের তেলের টিন উদ্ধার করে।গড়ির চালক সুজয় মন্ডলকে কে আটক করে থানায় নিয়ে আসে।কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে কালিয়াগঞ্জ থানার আই সি দেবাঞ্জন দাস জানান।যদিও কালিয়াগঞ্জ শহরে মাঝে মধ্যেই ভেজাল সর্ষের তেলের কারবারিদের পুলিশ গ্রেপ্তার করলেও ভেজাল বন্ধ হবার কোন লক্ষণ দেখা যায়না।একটা সময় কালিয়াগঞ্জকে সরষার তেল উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় কানপুর বলা হতো।কারণ কালিয়াগঞ্জে প্রচুর সরষার তেলের মিল ছিলো।কালিয়াগঞ্জের তেল রাজ্যের বিভিন্ন প্রন্ত সহ পাশের রাজ্য বিহারে যেতো।

কিন্তু কোন অজ্ঞাত কারণে একে একে সরষার তেলে মিল গুলি বন্ধ হয়ে গিয়েছে ভেজাল তেলের পাল্লা দিয়ে কারবারের কারনে।বিভিন্ন সময় কালিয়াগঞ্জ শহরে ভেজাল সরষার তেলের কারবার বন্ধে পুলিশ অভিযান চালালেও ভেজাল তেলের কারবার আগেও যেমন ছিল এখনো একই রকম আছে।কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য বাজারে সরষার তেলের নাম করে সাধারণ মানুষদের কাছে বিষ বিক্রি করছে।এই তেল খেযে অসূখ বিশুখ কালিয়াগঞ্জ শহরে লেগেই আছে বলে এলাকার বিশিষ্ট মানুষদের অভিযোগ।

সকল স্তরের মানুষের দাবি প্রশাসনের উচিত এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠরতর ব্যবস্থা গ্রহণ করুক।যাতে কেউ এই ধরণে অসাধু ব্যবসা ভবিষ্যতে আর না করে। কালিয়াগঞ্জ স্মল তেল মিল ওনারর্স এসোসিয়েশনের সম্পাদক বিনোদ লোহিয়া রক প্রশ্নের উত্তরে বলেন যারা সর্ষের তেলে ভেজালের ব্যবসা করে যে সব ব্যবসায়ী আমাদের সংগঠন সেই সমস্ত ব্যবসায়ীদের কোন ভাবেই সমর্থন করেনা। কালিয়াগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডঃ চিন্ময় দেবগুপ্ত বলেন কালিয়াগঞ্জের ভেজাল তেল সম্পর্কে সাধারণ মানুষ ভালোভাবেই ওয়াকিবহাল।কালিয়াগঞ্জের সর্ষের তেলের ভেজাল বন্ধ করতে শহরের তেল মিলগুলিকেই এর বিরুদ্ধে আন্দোলন নামা উচিৎ বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *