পশ্চিম মেদিনীপুরে ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে!
1 min readপশ্চিম মেদিনীপুরে ভাঙন অব্যাহত গেরুয়া শিবিরে!
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুরঃ- গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। হাতছাড়া হচ্ছে একাধিক গ্রাম পঞ্চায়েত। এবার দাঁতন ২ নং ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল ৪০০ জন।
এমনটাই দাবি তৃণমূলের।দাঁতন ২ ব্লকের জেনকাপুর গ্রাম পঞ্চায়েতের কড়িয়া এলাকার ১৩৬ ও ১৩৭ নং বুথ এলাকার প্রায় ৪০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বিজেপি থেকে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। রাজ্যে উন্নয়নের সঙ্গী হতেই এই যোগদান বলে দাবি তৃণমূলের।যদিও বিজেপির অভিযোগ, সন্ত্রাস সৃষ্টি করে যোগ দেওয়াতে বাধ্য করাচ্ছে তৃণমূল। তৃণমূল নেতা প্রদীপ পাত্র বলেন, এলাকায় কোনো অশান্তি হয় নি। শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। উপস্থিত ছিলেন ইফতেকার আলি, চন্ডীচরণ ভঞ্জ সহ অন্যান্যরা।