January 11, 2025

দুঃস্থ পরিবারের মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি

1 min read

দুঃস্থ পরিবারের মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি

পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ইয়স ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্ৰস্ত ও দুর্গত মানুষদের প্রতি বাড়িয়ে দিলো সাহায্যের হাত। খড়্গপুর গ্ৰামীনের বড়কোলো সাত নম্বর অঞ্চলের অন্তর্গত শ্যামরাইপুর গ্ৰামে একটি শিবিরের মাধ্যমে শতাধিক দুঃস্থ পরিবারের মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যাগণ।বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল কে এই এলাকার মানুষের অসহায়তার কথা জানান।

সংস্থার সদস্যরা ঠিক করেন ঐ এলাকায় গিয়ে সার্ভে করে প্রকৃত অবস্থা পর্যালোচনা করার। সেই মতো সংস্থার চেয়ারম্যান গৌতম কুমার ভকত, সভাপতি দিলীপ মান্না এবং কোষাধ্যক্ষ সৌরাশিষ সিংহ শ্যামরাইপুর গ্ৰামে গিয়ে সার্ভে করে একটি তালিকা তৈরি করেন।এইকাজে সহযোগিতা করেন পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজের রাজ্য সভাপতি ঐ গ্ৰামের বাসিন্দা সনাতন বাগ।

সেই তালিকা ধরে আজ শতাধিক দুঃস্থ ও ক্ষতিগ্ৰস্ত পরিবারের হাতে চাল, আলু, মুড়ি, চানাচুর,লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সয়াবিন, লবণ, ভোজ্যতেল, স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি ত্রাণসামগ্রী তুলে দিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যারা।এই সাহায্য পেয়ে একটু হলেও হাসি ফুটে উঠল মানুষগুলোর মুখে এমনটাই মনে করছেন সংস্থার সদস্যরা। সকাল থেকেই আকাশের অবস্থা ভালো ছিল না, দফায় দফায় বৃষ্টির মধ্যেও সংস্থার সদস্যরা পৌঁছে যান শ্যামরাইপুর গ্ৰামে। এই ত্রাণকার্যে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান গৌতম কুমার ভকত, সভাপতি দিলীপ মান্না, কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল, কোষাধ্যক্ষ সৌরাশিষ সিংহ, সদস্য সঙ্গীতা সিংহ, মৌসুমী মান্না, সুতপা দত্ত, আল্পনা ভূঁইয়া, সুব্রত মহাপাত্র, শম্পা মন্ডল, সুমন চ্যাটার্জী, সুলেখা কর, বনানী ফৌজদার, মৈত্রী রায় চৌধুরী, শিপ্রা সরকার ও বিশিষ্ট সমাজকর্মী অনুরাধা সেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *