January 11, 2025

করোনা টিকা নিয়ে দুর্নীতি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিটুর অবস্থান বিক্ষোভ

1 min read

করোনা টিকা নিয়ে দুর্নীতি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিটুর অবস্থান বিক্ষোভ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭জুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও করোনা টিকার দুর্নীতি নিয়ে অবস্থান ও বিক্ষোভ দেখাতে পথে নামল সিটু। রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের তালতলায় অবস্থিত একটি পেট্রোল পাম্পের সামনে তারা এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সংগঠনের পক্ষে সি আই টি ইউ ব্লক সভাপতি দিগেন্দ্র নাথ রায় জানান, দেশজুড়ে অনিয়ন্ত্রিত গতিতে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। ইতিমধ্যেই জ্বালানির দাম বহু বেড়েছে।

অথচ সরকারের কোনো হুঁশ নেই।ফলে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়েছে। বিভ্রান্তিকর কৃষি নীতি প্রনয়ণ করে কৃষি ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেনএর সাথে যুক্ত হয়েছে করোনা টিকা নিয়ে জাল কারবারিদের রমরমিয়ে ব্যবসা। রবিবার আমরা এসবের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। ভিন রাজ্যে থাকা শ্রমিকদের মাসে ৭৫০০ করে অর্থ বরাদ্দ সহ একাধিক দাবিতে পথে নামা সিটুর এদিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ছিল শান্তি পূর্ণ।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিআইএম ভারতেন্দ্র চৌধুরী, মনোরঞ্জ পাটোয়ারী,ডিওয়াইএফআই সুদীপ চন্দ, জ্যোতি বিকাশ ভদ্র ,সন্তোষ ঘোষ ও সুজয় সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *