20 টি গোখরোর বাচ্চা সহ বড় গোখরো উদ্ধার রায়গঞ্জের ভাতঘরা গ্রামে
1 min read২০ টি গোখরোর বাচ্চা সহ বড় গোখরো উদ্ধার রায়গঞ্জের ভাতঘরা গ্রামে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭জুন: আজ রায়গঞ্জের দশ নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত ভাতঘরা গ্রামে গোপাল রায় এর বাড়ী থেকে একটি মা গোখরো সহ 20 টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করল উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস। গোপাল রায় এর বাড়িতে দীর্ঘদিন এর একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছিল সেই গোখরো সাপটি। আজ সকাল 11 টার দিকে গোপাল রায় কিছু গোখরোর বাচ্চাকে বাড়ির
এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখে । আতঙ্কিত হয়ে সাপগুলিকে উদ্ধারের জন্য ফোন করে পিপল ফর এনিম্যালস এর অফিসে। খবর পেয়ে পশুপ্রেমী সংস্থার প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য তথা সর্পবন্ধু রক্তিম সরকার গোপাল বাবুর বাড়ির সেই পরিত্যক্ত ঘর থেকে মা গোখরো সহ 20 টি গোখরোর বাচ্চাও উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার করা সমস্ত সাপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
” মানুষ আজ অনেকটাই সচেতন বলে সাপ গুলোকে মেরে না ফেলে পিপল ফর এনিম্যালস এর অফিসে খবর দিয়েছে সাপগুলোকে উদ্ধার করার জন্য। এইভাবে সাপ ও অন্যান্য বন্য প্রাণী ও পশু পাখি উদ্ধার করে চলেছে উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস। আগামীদিনেও সংস্থার এইরূপ কর্মসূচী অব্যাহত থাকবে। “