ধুপগুড়িতে বাংলার শেষ দরবেশী শিল্পী কালাচাঁদ দরবেশের প্রথম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে সহ ধর্মিনীপুষ্প দাস সম্বর্ধিত
1 min read
আশিস ভট্টাচার্য্য ধুপগুড়ি–রবিবার উত্তরবঙ্গের ধুপগুড়িতে ধুপগুড়ি পৌর সভা ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাংলার শেষ দরবেশ শিল্পী প্রয়াত কালাচাঁদ দরবেশের প্রথম প্রয়ান দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী বাউল ও দরবেশী গানের অনুষ্ঠান ও শিল্পীর স্মরণ সভা অনুষ্ঠিত হয় গত রবিবার ধুপগুড়ি কমিউনিটি হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুওগুড়ির বিধায়িকা মিতালী রায় ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার দুপুরের ভিডিও দীপঙ্কর রায় ধুপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার এবং উপস্থিত ছিলেন কালাচাঁদ দরবেশের সহধর্মিনী পুষ্প দাস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুইদিনের এই স্মরণ সভা অনুষ্ঠানে বাউল ও দর বেশি সঙ্গীত পরিবেশন করেন ধুপগুড়ি ও ময়নাগুড়ির বিখ্যাত বাউল শিল্পীগন।স্মরণ সভা অনুষ্ঠানে প্রখ্যাত প্রয়াত দরবেশ শিল্পীর সহধর্মিনী পুষ্প দাসকে বিশেষ সম্বর্ধনা দেবার সাথে সাথে আর্থিক ভাবেও স্যোগীতাবকরা হয় বলে জানা যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্মরণ সভা শেষে প্রয়াত প্রখ্যাত দরবেশ শিল্পী কালা চাঁদ দরবেশকে নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম উপস্থিত দর্শকদের দেখানোর ব্যবস্থ্যা করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});