January 6, 2025

ধুপগুড়ি স্টেশন পাড়া ধুলায় অন্ধকার, জেরে রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসিদের।

1 min read
  আশীষ ভট্টাচার্য্য–উত্তর বঙ্গের ধুপগুড়ি স্টেশনে নুতন রেল লাইন বসানোর জন্য স্টেশন সংলগ্ন এলাকায় সব সময়ের জন্য ধুলায় অন্ধকার হয়ে থাকার ফলে এলাকার সাধারণ মানুষ প্রচন্ড সমস্যায়। অভিযোগ দীর্ঘদিন থেকে ধুপগুড়ি স্টেশনে নতুন লাইন তৈরি করার কাজ শুরু হয়েছে । আর সেই কাজ করতে জলঢাকা নদী থেকে আনা হচ্ছে বালু ডাম্পার এ করে ।প্রতিদিন ৫০ থেকে ৬০ টি করে গাড়ি তে বালু নিয়ে যাচ্ছে আর তার জেরে রাস্তার একদিকে যেমন বেহাল অবস্থা তৈরি হয়েছে তেমনি ধুলোতে ঢেকে যাচ্ছে গোটা এলাকা ।যার ফলে সর্দি-কাশি থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা তে ভুগছে গ্রামবাসীরা । তাই সোমবার স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে স্টেশন পাড়ার বাসিন্দারা । রীতিমতো বালু বোঝাই ডাম্পার আটকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে । এদিকে বালুর জেরে রাস্তার আশেপাশের সমস্ত সবুজ ধুলোয় ঢেকে সাদা হয়ে গিয়েছে । গাছপালা ধুলে ঢেকে যাওয়ার  ফলে ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা ,  তাদের অভিযোগ প্রচন্ড পরিমানে বালু বোঝাই ডাম্পার ওই রাস্তা দিয়ে যাতায়াত করায় একদিকে যেমন গাছগুলো ধুলোয় ঢেকে যাচ্ছে তেমনি বাড়ির রান্না ঘর থেকে খাওয়ার মধ্যেও ধুলো পড়ছে । যদি এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে তবে একদিকে যেমন রাস্তার হাল খারাপ হবে তেমনি নানান রোগে ভুগছে এলাকার শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধারা ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এলাকাবাসী নুর আলম বলেন , বেশ কিছুদিন থেকেই রেল লাইন তৈরির জন্য জলঢাকা নদী থেকে বালু নিয়ে আসা হচ্ছে ওভারলোডিং করে আর এর জেরে ক্ষতি হচ্ছে রাস্তার যেমন তেমনি ধুলোতে ঘরবাড়ি গাছপালা সব ঢেকে গিয়েছে আর ধুলোর জেরি সর্দি কাশি এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছে শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধারা তাই আমাদের দাবি নিয়মিত এই রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করুক কর্তৃপক্ষ আর তা না হলে বিকল্প পথে মাটি নিয়ে এসে রেললাইন তৈরীর কাজ করা হোক। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে সমস্ত এলাকাবাসী জোটবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনে। 
স্টেশনে নির্মাণকাজের দ্বায়িত্বে থাকা সংস্থ্যার পক্ষে অরিন্দম ঘোষ বলেন, স্থানীয় মানুষের সমস্যার জন্য আমরা দুঃখিত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *