পারিবারিক সমস্যার সমাধান করে পাঁশকুড়া থানাতে মোহরির কাজ দিলেন পাঁশকুড়া থানার পুলিশ।
1 min readপারিবারিক সমস্যার সমাধান করে পাঁশকুড়া থানাতে মোহরির কাজ দিলেন পাঁশকুড়া থানার পুলিশ।
পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। পারিবারিক অশান্তির ফলে রাত ২ টা নাগাদ ১০৯১ ডায়েল করে পারিবারিক সমস্যার কথা জানানো হয়। এ যেন এক গল্পের মত ফোন করা মাত্রই রাত দুটো নাগাদ পরিদর্শনে যান পাঁশকুড়া থানার পুলিশ।উত্তর চাঁচীয়াড়ার সুরজনা কোনদিন ভাবেনি এরকম ফোন করার পরেই পুলিশ তার বাড়িতে দৌড়ে যাবে,
বা তাদের সমস্যার কথা শুনবেন। এইরকম ফোন করায় পুলিশ তার বাড়িতে দৌড়ে যাবে তা কোনোদিন কল্পনাতে ভাবেনি সে।তবে পাঁশকুড়া থানার পুলিশ বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা শুনেন এবং সমাধান করেন এবং
পাঁশকুড়া থানাতে মোহরির কাজ দেন।এতদিন শোনা যেত পুলিশের মানবিক মুখ, এবার সেই পুলিশের মানবিক কাজ সরোজমিনে দেখলো উত্তর চাঁচীয়াড়ার মানুষজন।
MCCPDC price 51 viagra cialis online
7 hours for the 30 mg dose and 21 priligy buy
buy cialis online united states In buying online Cialis, remember that Cialis has a list of suppliers
Thanks for Contacting Us buy cialis generic online cheap Why shell out extra for the same active ingredient
how to take clomid to get pregnant 1985; 116 5 2080 2084.
tamoxifen ocular side effects Strongly recommend 38.