সামনেই জামাই ষষ্ঠী আর তার আগেই দীঘার বাজারে আসতে শুর করেছে ইলিশ।
1 min readসামনেই জামাই ষষ্ঠী আর তার আগেই দীঘার বাজারে আসতে শুর করেছে ইলিশ।
পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি তা ও আবার ইলিশ! বাঙালিদের কাছে সু খবর সামনেই জামাই ষষ্ঠী আর তার আগেই দীঘার বাজারে আসতে শুর করেছে ইলিশ। যদি “ওবা” এই ইলিশ আসছে দীঘার পাশের রাজ্য ওড়িশার তা তালসারী থেকে। ইতি মধ্যেই কয়েক টন ইলিশ দেখা মিলল দীঘা বর্ডার ও দীঘা নেহেরু মার্কেট এলাকায়।অনেকেই আবার জামাইর
আতিথিয়তার জন্য ইলিশ মাছ কিনে রেখে দিতে চাই ছেন। এক দিকে যশের প্রভাব, অপর দিকে কোরনার দ্বিতীয়ঢেউ। তারই মাঝে পড়ে কার্যত অসহায় অবস্থায় পড়েছিলেন মতস জীবিরা এখন তাদের, মুখে হাসি ফুটতে শুর করেছে তাদের কথায়।দীর্ঘ লকডাউন তার উপর যশের প্রভাবে আমাদের জীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল তার মাঝখানে কিছুটা যেন স্বস্তির ছায়া। দীর্ঘ দিন সমুদ্রের ব্যণ্ড পিরিয়ড চলায় মাছ ধরা বন্ধ ছিল।
সেই ব্যণ্ড পিরিয়ড কাটিয়ে মাছ ধরতে নেমে পড়েন মতস্ব জীবিরা আর তাতেই দেখা মিলে রুপোলি সস্যের।মতস জীবিদের কথায় এবারে জামাই ষষ্ঠী তে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাবে।যা বাঙালির রসনা তৃপ্ত করতে পারবে। মতস্ব জীবি পিন্টু বরের কথায় আজ থেকেই এক-একটি ট্রলারে এক টন মাছ উঠতে শুর করেছে। বর্তমান এই ইলিশ এর বাজার মূল্য, যার সাইজ এক কিলো থেকে দেড় কিলো ওজনের দাম ৮০০ থেকে ১০০০ টাকা।আবার যেগুলি ৫০০-৬০০ গ্রাম তার দাম ৫০০-৬০০ টাকা। এবং এই মাছের দাম দুএক দিনের মধ্যেই কমতে পারে বলে তিনি জানান। তাছাড়া এই মাছ এখন এলাকায় বিক্রী হচ্ছে এখন পর্যটকের সংখ্যা কম লক ডাউন উঠেগেলেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় তা পাঠানো হবে।