কোভিড সংক্রমনের হাত থেকে মুক্ত হতে কালিয়াগঞ্জের যুব মোর্চার উপ-শহর মন্ডলের পক্ষ থেকে শহর স্যানেটাইজরে নামলো
1 min readকোভিড সংক্রমনের হাত থেকে মুক্ত হতে কালিয়াগঞ্জের যুব মোর্চার উপ-শহর মন্ডলের পক্ষ থেকে শহর স্যানেটাইজরে নামলো
তপন চক্রবর্তী, শুভ আচার্য কালিয়াগঞ্জ,১০ জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সর্বত্র হাট, বাজার ব্যাঙ্ক, বিদ্যালযে কোভিড আবহের কারনে স্যানেটাইজ করতে মাঠে নেমে পড়লো
কালিয়াগঞ্জ বিজেপির যুব মোর্চার উপ-শহর মন্ডলের পক্ষ থেকে।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস,কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,
সোস্যাল মিডিয়ার কনভেনার বাপন সরকার,কালিয়াগঞ্জ বিধান সভা যুব।মোর্চার কনভেনার মন্টু রায় সহ অনেক কার্য্কর্তা গন।