ইয়াসের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ভরা কোটালের আতঙ্ক হলদিয়াবাসির মনে
1 min readইয়াসের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ভরা কোটালের আতঙ্ক হলদিয়াবাসির মনে
পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। ইয়াসের প্রভাব সহ ভরা কোটালে হলদিয়ার বেশকিছু গ্রাম ভাসিয়ে দিয়েছিল হলদী নদী। তাঁর ছাপ এখনও স্পষ্ট রয়েছে, আজও জলমগ্ন বেশকিছু ঘরবাড়ি। তাঁরই মাঝে ইয়াস এর রেস কাটতে না কাটতেই আবার ভরা কোটাল
এর আতঙ্কে চিন্তায় হলদিয়ার হলদি নদীর তীরবর্তী এলাকায় বাসিন্দারা।হলদিয়া উপকূলবর্তী এলাকায় ইয়াস এর প্রভাবে গ্রাম গুলিতে নদী বাঁধ ভেঙে জল ঢুকে যায়।হলদি নদীর তীরবর্তী এলাকার গ্রাম গুলির ব্যাপক ভাবে ক্ষতি হয়েছিল।এখনো নদী বাঁধ মেরামত করা হয়নি। তাঁরই মাঝে আবারও চোখ রাঙাচ্ছে হলদী নদী। যে কারনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে।