January 11, 2025

পাহারগাঁওয়ে প্রভাবশালী ব্যাক্তির পোল্ট্রির ফার্মের দুর্গন্ধে গ্রামের মানুষ অসুস্থ্য,প্রশাসনকে জানিয়েও কোন কাজ না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ,পথ অবরোধ

1 min read

পাহারগাঁওয়ে প্রভাবশালী ব্যাক্তির পোল্ট্রির ফার্মের দুর্গন্ধে গ্রামের মানুষ অসুস্থ্য,প্রশাসনকে জানিয়েও কোন কাজ না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ,পথ অবরোধ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ৯ জুন:দীর্ঘ কয়েক বছর ধরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ১০নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন পাহারগাঁও এলাকায় তৃণমূলের এক প্রভাবশালী ব্যক্তি গ্রামের মধ্যে পোল্ট্রি ফার্মের বিশাল ব্যবসা খুলে দিয়ে গ্রামের মানুষদের মহা বিপদে ফেলে দিয়েছে।জানা যায় পাহারগাঁও পোল্ট্রি ফার্মের পচা দুর্গন্ধে সারা গ্রামের মানুষ চরম বিপদের সম্মুখীন।গ্রাম বাসীরা বুধবার এক সাক্ষাৎকারে বলেন পাহাড়গাঁও গ্রামের মানুষ এই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অসুস্থ হয়ে মাঝে মধ্যে পড়লেও প্রশাসনের কোন হেলদোল নেই।

পাহাড়গাঁও বাসীরা স্থানীয় আনুমানিক একশো জন গ্রামবাসীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদনমালগাঁও গ্রাম পঞ্চায়েতের আবেদন করলেও প্রধান এবং উপ-প্রধানের কোন তৎপরতা চোখে পড়েনি।গ্রাম বাসীদের দাবি ছিল অবিলম্বেপোল্ট্রি ফার্মটি উঠিয়ে দেবার ব্যবস্থা করতে হবে।হয়নি কোন কাজ।পাহারগাঁও এলাকার মানুষ জন কালিয়াগঞ্জ ব্লকে এর প্রতিবাদে একটি স্মারক লিপি জমা দিলেও কাজের কাজ কিছু হয়নি।কালিয়াগঞ্জ থানায় পাহারগাঁও এলাকার মানুষ জানায় গ্রামের এই প্রভাব শালীর পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে এই মর্মে একটি আবেদন দিতে গেলেও পুলিশ সেই আবেদন পত্র গ্রহনই করেনি। সর্বত্রই প্রভাবশালী তৃণমূল নেতাকে চটিয়ে পাহারগাঁও থেকে পোল্ট্রি ফার্মটি তুলে দেবার সাহস কেও দেখতে পাচ্ছেনা বলে জানা যায়।অবশেশে বাধ্য হয়ে পাহারগাঁওয়ের গ্রাম বাসীরা সকাল আটটা থেকে বিক্ষোভের সাথে কালিয়াগঞ্জ-দুর্গাপুর সড়ক অবরোধ করে।কালিয়াগঞ্জ থানায় খবর গেলে কালিয়াগঞ্জ টাউন বাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনা স্থলে ছুটে আসে।পুলিশের সাথে দীর্ঘক্ষণ বচসা চলে এলাকার বাসিন্দা রাজেন কর্মকার,ভুপাল কর্মকার এবং উৎপল রায়ের মধ্যে।উৎপল রায় বলেন কালিয়াগঞ্জ থানায় আমরা প্রতিবাদ পত্র জমা দিতে গেলে তা নেওয়া হয়নি।তাহলে আজকে কেন আমাদের এই পোল্ট্রি ফার্ম সরিয়ে দেবার প্রতিবাদ পত্র নিলেন ?কিছুক্ষন তর্ক বিতর্ক পুলিশের সাথে চলার পর পুলিশ প্রতিশ্রুতি দিলে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা যায়।এ ব্যাপারে কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডোমিত লেপচাকে প্রশ্ন করা হয় তাহলে কি প্রভাব শালীর পোল্ট্রি ফার্ম বাঁচানোর জন্য পাহারগাঁওয়ের মানুষদের অসুবিধা ভোগ করতেই হবে? কেন গ্রাম থেকে এই পোল্ট্রি ফার্মের ব্যক্তিগত ব্যবসা বন্ধ করা হচ্ছে না?তার উত্তরে কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ডোমিত লেপচা বলেন আমিতো ঘটনাটা আজকেই জানতে পারলাম।আমি ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখে গ্রাম বাসীদের সুবিধার্থে সঠিক সিধান্ত নেব বলে ডোমিত লেপচা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *