কালিয়াগঞ্জ সামগ্রিক উন্নয়ন পর্ষদ কোডিড আক্রান্তদের পাশে
1 min readকালিয়াগঞ্জ সামগ্রিক উন্নয়ন পর্ষদ কোডিড আক্রান্তদের পাশে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯ জুন:দেরিতে হলেও অবশেষে কোলকাতা হেড অফিসের নির্দেশে কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের কোভিড আক্রান্তদের খাদ্য সামগ্রী দিতে শুরু করলো বুধবার থেকে।কালিয়াগঞ্জ সি এ ডি সি প্রকল্প।সি এ ডি সির ভারপ্রাপ্ত আধিকারিক ভোলা সাহা বলেম আমাদের এই প্রজেক্টের পক্ষ থেকে কোভিড আক্রান্তদের চাল,ডাল, আটা, আলু,পেঁয়াজ,সর্ষের তেল,লবন ডিম দেবার ব্যবস্থা
আজ থেকে শুরু করলাম।কতজনকে এই সাহায্য দেওয়া হবে তা বলা যাবেনা।দুই পাঁচশোও হতে।পারে আবার সেই সংখ্যা।বেড়ে হাজারো পেরিয়ে যেতে পারে।সরকার থেকে বন্ধের নির্দেশ না আসা পর্যন্ত আমাদের এই কাজ চলতেই থাকবে বলে
ভোলা সাহা জানান।কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী সি এ ডি সি প্রকল্প কোভিড আক্রান্ত দুস্থ্য মানুষদের পাশে।দাঁড়ানোয় কালিয়াগঞ্জের মানুধ্ প্রজেক্ট আধিকারিক সহ প্রকল্পের দমস্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছেন বলে জানা যায়।