শুরু হল কালিয়াগঞ্জ থানার আবাসিক বৃন্দের উদ্যোগে কালীপুজো, পুজোকে ঘিরে দারিদ্র দের মধ্যে শীতবস্ত্র প্রদান করলেন উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার
1 min read
তন্ময় চক্রবত্তী , বিনোদ রুনণ্টা ঃ- আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ থানার আবাসিক বৃন্দের উদ্যোগে আয়োজিত কালীপুজো হচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। দারিদ্র দের মধ্যে শীতবস্ত্র প্রদানের মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার । উদ্বোধন করার পর তিনি বলেন এই কালীপুজো কে ঘিরে একটা মিলন উৎসব প্রতিবছরই হয়ে থাকে কালিয়াগঞ্জ থানার মধ্যে । শুধু তাই নয় এই পূজাকে কেন্দ্র করে গড়ে ওঠে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব ও ।
তাই এই পুজোর প্রতিবারই আকর্ষণ থাকে একদমই আলাদা। এদিকে কালিয়াগঞ্জ থানায় এই আবাসিক বৃন্দের উদ্যোগে আয়োজিত এই পুজো বিগত বছরের মতো এবারও যথাযথ ধর্মীয় আচার ও রীতি মেনে হচ্ছে।
রয়েছে আলোকসজ্জার ব্যবস্থা। কালিয়াগঞ্জ থানার আইসি বিকাশ রায় বলেন, কালিয়াগঞ্জ এর সবচেয়ে পুরনো এই আদি কালী মাতার পুজো আকর্ষণ থাকে প্রতি বছরই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন পুলিশকর্মীদের ঘরের বোনেরা এবং তাদের স্ত্রীরা মূলত এই পুজো আয়োজন করে থাকে । প্রতিবছরই এই পুজোকে ঘিরে তারা ভীষণ আনন্দে মেতে উঠে এ দিনটিতে। তিনি বলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং কালী পূজা তে পুলিশকর্মীরা এবং তাদের পরিবারের কেউ তেমন আনন্দ করতে পারে না । কারণ তাদের বাড়ির কর্তারা থাকে ভীষণ ব্যস্ত সমাজের আর পাঁচজন এর চেয়ে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুষ্ঠুভাবে যাতে সেই সময় মানুষ
পুজো দেখতে পারে মণ্ডপে মণ্ডপে তাই পুলিশকর্মীরা সেই সময় বাড়িতে সময় দিতে পারে না। ফলে পুজো তাদের কাছে একদম অনাবিল আনন্দ মতন হয়ে থাকে। মনটা থাকে ভার।
পুজো দেখতে পারে মণ্ডপে মণ্ডপে তাই পুলিশকর্মীরা সেই সময় বাড়িতে সময় দিতে পারে না। ফলে পুজো তাদের কাছে একদম অনাবিল আনন্দ মতন হয়ে থাকে। মনটা থাকে ভার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু কিছুই করার নেই। তাই থানার আবাসিক বিন্দরা দুর্গাপূজা, কালী পূজার পরে এই কালী মাতার পুজোর আয়োজন করে নিজেদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে নেয় । কারণ একটাই বাড়ির কর্তারা তারাও এই পুজোর সময় তাদের পাশেই থাকে। আইসি আরো বলেন এই পুজো যথা যত নিষ্ঠা সহকারে এবং আচার নিয়মেই হয়।
তিনি বলেন প্রতি বছরই এ পুজোকে ঘিরে একটা সাংস্কৃতিক
উৎসবের আয়োজন করা হলেও এ বছর সেই সাংস্কৃতিক উৎসব হছে না তার বদলে আগামী কিছুদিনের মধ্যে ছোটখাটো একটি সাংস্কৃতিক উৎসব এখানে করা হবে। সাংস্কৃতির
উৎসবে যেখানে কালিয়াগঞ্জ
এর সবাই উলুধ্বনি প্রতিযোগিতা, শঙ্খ বাজানো প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ
করতে পারবে। পাশাপাশি তিনি বলেন এই পুজো বরাবরই
একটু অন্য রকম হয় কারণ এই পুজোর আগে হাট কালিয়াগঞ্জে
কালিমাতার মন্দিরে আবাসিকরা আগে গিয়ে আগে
পুজো দিয়ে আসার পরেই তারপর এখানে পুজোতে বসা
হয় ।
উৎসবের আয়োজন করা হলেও এ বছর সেই সাংস্কৃতিক উৎসব হছে না তার বদলে আগামী কিছুদিনের মধ্যে ছোটখাটো একটি সাংস্কৃতিক উৎসব এখানে করা হবে। সাংস্কৃতির
উৎসবে যেখানে কালিয়াগঞ্জ
এর সবাই উলুধ্বনি প্রতিযোগিতা, শঙ্খ বাজানো প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ
করতে পারবে। পাশাপাশি তিনি বলেন এই পুজো বরাবরই
একটু অন্য রকম হয় কারণ এই পুজোর আগে হাট কালিয়াগঞ্জে
কালিমাতার মন্দিরে আবাসিকরা আগে গিয়ে আগে
পুজো দিয়ে আসার পরেই তারপর এখানে পুজোতে বসা
হয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি আরো বলেন আগামীকাল এই পুজোর প্রসাদ সারাদিনই বিতরণ করা হবে সকলের মধ্যে
। এর পাশাপাশি তিনি আরো বলেন যেহেতু এই সময় শীতের মৌসুম চলছে , তাই কিছুদিনের মধ্যে
কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে কালিয়াগঞ্জ এর বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে রাতের
বেলায় গরিব দুঃখিদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হবে।
। এর পাশাপাশি তিনি আরো বলেন যেহেতু এই সময় শীতের মৌসুম চলছে , তাই কিছুদিনের মধ্যে
কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে কালিয়াগঞ্জ এর বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে রাতের
বেলায় গরিব দুঃখিদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});