January 6, 2025

১৯৯২এর ৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে কালিয়াগঞ্জে বামফ্রন্টের বিশাল মিছিল

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে ১৯৯২সালের ৬ই ডিসেম্বরকে সামনে রেখে ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রিতি রক্ষার স্বার্থে একটি বিশাল মিছিল বের হয় কালিয়াগঞ্জ বামফ্রন্ট কমিটির উদ্দ্যোগে।মিছিলটি কালিয়াগঞ্জ শহরের সুকান্তমোড় থেকে বেরিয়ে সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করার পর সুকান্ত মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা দেবব্রত সরকার ভারতেন্দ্র চৌধুরি, দেবব্রত কর কার্তিক সাহা বেলা চ্যাটার্জী ও শঙ্কর মুখার্জী।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 মিছিলের সম্মুখভাগে ছিল আদিবাসী মহিলাদের দর্শনীয় নিত্য। দীর্ঘদিন পর কালিয়াগঞ্জ শহরে বামফ্রন্টের পক্ষ থেকে এই ধরনের মিছিল দেখে  অনেককেই বলতে শোনা গেল বাম ফ্রন্টের মিছিলে এখনো  এতো মানুষ?উত্তরদিনাজপুর জেলার সিপিআই এম এর সম্পাদক মন্ডলীর সদস্য ভারতেন্দ্র চৌধরী(মাধ্ব)এক সাক্ষাৎকারে বলেন ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর দিনের কথা সবারই মনে থাকার কথা।
সেই দিনের কথা পুনরায় সবাইকে জানাতে তথা ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি কে অটুট রাখতে আমাদের এই মিছিল।তিনি বলেন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও ধ্বংসকারী দের বিরুদ্ধে তাদের এই মিছিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ধর্মের সাথে রাজনীতিকে যুক্ত করা বামেরা কোন দিন চায়নি আজও চায়না।ধর্ম এবং রাজনীতি মিশেগেলে কোন দেশ শক্তিশালী হতে পারেনা।ধংস অনিবার্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আমরা এই মিছিলের মধ্যে দিয়ে বলতে চাই এই রাজ্যের সরকার ও কেন্দ্রের মোদী সরকার দেশের মানুষদের যাঁতাকলের মাঝে ফেলে পিষে মারার চেষ্টা করছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *