January 4, 2025

কালিয়াগঞ্জ এর শ্রীমতি নদীকে স্তব্ধ করে দিয়ে সেখানে সুইমিং পুল নির্মাণ করা ঠিক হচ্ছে না বলে অভিযোগ করলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রমথ নাথ রায়

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃশহরকে
এগিয়ে
নিয়ে
যেতে যখন নতুন   নতুন
উদ্যোগ
গ্রহণ
করতে  শুরু করেছে  কালিয়াগঞ্জ
পৌরসভা সেই লক্ষ্যে যখন এই
শহরের
চার
নম্বর
ওয়ার্ডের
গ্রন্থাগারের
পিছনে
এবং
শ্রীমতি
নদীর
পাশে
গড়ে
উঠতে
চলেছে
সুইমিং
পুলঠিক তখন  কালিয়াগঞ্জ এর শ্রীমতি নদীকে স্তব্ধ করে দিয়ে সেখানে সুইমিং পুল নির্মাণ করা ঠিক হচ্ছে না বলে অভিযোগ করলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রমথ নাথ রায়। তিনি বর্তমানের কথাকে দেওয়া এক


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একান্ত সাক্ষাৎকারে বলেন  কালিয়াগঞ্জে  অনেক জায়গা আছে যেখানে সুইমিংপুল হতে পারতো কিন্তু সেটা না করে নদীতে সুইমিং পুল নির্মাণ করে কালিয়াগঞ্জ পৌরসভা নয়া দৃষ্টান্ত দেখালো বিধায়ক বলেন বিগত দিনে প্রাক্তন কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী থাকাকালীন প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি একবার উদ্যোগ নিয়েছিলেন কালিয়াগঞ্জ এর শ্রীমতি নদীকে সংস্কার করে তার আগের রুপ কে  ফিরিয়ে আনার। 



কালিয়াগঞ্জ এর বিধায়ক প্রমথ নাথ রায়
 কিন্তু তৎকালীন কালিয়াগঞ্জ এর বামফ্রন্টের কিছু নেতা সেই সময় বাধা দিলে সেই কাজ স্তব্ধ হয়ে যায় ফলে আস্তে আস্তে সেই নদী তার নদীর রূপ হারিয়ে ফেলতে থাকে এরপর সেই নদীতে আবার সুইমিং পুল নির্মাণ  করছে কালিয়াগঞ্জ পৌরসভা এটা একদিকে যেমন পরিবেশের ক্ষতি তেমনি নদী তার গতি হারিয়ে ফেলতে চলছেনদীর গতি স্তব্ধ হতে চলছে  এখানে তিনি প্রশ্ন তুলেন নদীর জমি কিভাবে রেকর্ড হল মানুষের নামে আর সেই মানুষের নামে জমি হয়ে গেল কিভাবে পৌরসভার নামে ।  সে বিষয়ে খতিয়ে দেখা দরকার তাহলেই এর প্রকৃত চিত্র উঠে আসবে তিনি  বলেন যদিও ব্যাপারে আগামী দিনে এই সুমিংপুল আদৌ এখানে হবে কিনা সেটা এখন প্রশ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সুইমিং পুলের নকশা

উল্লেখ্য দেড় একর জমিতে এই সুইমিং পুল তৈরি করতে খরচ ধরা হচ্ছে আড়াই কোটি টাকা বাজারদরের
থেকে
অনেক
কম
দামে
এই
জমি
কিনছে
পৌরসভা কালীবাড়ির বাসিন্দা ভদ্র পরিবারের কাছ থেকে এই জমি কিনেছে পৌরসভা এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পালকে প্রশ্ন করলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *