January 4, 2025

শিগ্রই তাপস ও রাজেশের নামে জেলা বিজেপির পক্ষ থেকে একটি রথযাত্রা বের হবেজানালেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী

1 min read

তন্ময়  চক্রবত্তী , তুফান মহন্ত  রায়গঞ্জ ঃ– রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়ে স্কুল খুলেছিল ইসলামপুরের দাড়ি ভিট গিয়ে তা তারা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি তার জন্যই আবার দাড়ি ভিট স্কুলের ছাত্র ছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য স্কুলে তালা লাগাতে বাধ্য হল, বলে জানালেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 তিনি বলেন রাজ্য সরকার কয়েকদিন আগে স্কুল খোলার জন্য গ্রামে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাপস রাজেশ এর মৃত্যুর  জণ্য দোষী আসামিকে খুঁজে বের করবে এবং সিবিআই তদন্ত করবে , কিন্তু পরোক্ষে দেখা গেল এগুলোর কোনোটিই হচ্ছে না এখন এরই পরিপ্রেক্ষিতে গ্রামের আন্দোলন জোরদার ভাবে আবারো শুরু হচ্ছে শংকর চক্রবর্তী আরো বলেন রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করতে না পারার জন্যই দাড়ি ভিট আবারো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে তিনি বলেন অবিলম্বে রাজ্য সরকারকে সিবিআই তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে শংকর বাবু আরো বলেন খুব শিগ্রই তাপস রাজেশের  নামে জেলা বিজেপির পক্ষ থেকে একটি রথযাত্রা বের হবে যার প্রধান কিছুই হবে দোষীদের শাস্তি চাইএবং সেই রথযাত্রার  গন্তব্য স্থল হবে সুদূর নবান্ন পর্যন্তউল্লেখ্য এতদিন শঙ্করবাবুর উপর  নিষেধাজ্ঞা জারি ছিল আদালতের যে কোন মিছিল মিটিংয়ে
অংশ নিতে পারবে না  তিনি। কিন্তু গতকাল  থেকে  সেই
নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে  আদালত। ফলে    শংকর বাবু জানান এবার থেকে আর নতুন করে আন্দোলন করতে
কোন অসুবিধা রইল না তার।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *