সোনারপুর বইমেলা।অনবদ্য খন পালা গান।অনবদ্য দক্ষিণ দিনাজপুর
1 min read
তুহিন শুভ্র মন্ডল :- ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও লোকসংস্কৃতির জেলা দক্ষিণ দিনাজপুর ।এবছর উনত্রিশ তম দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর বইমেলায় দক্ষিণ দিনাজপুরই ছিল থিম জেলা।তারই অঙ্গ হিসাবে দক্ষিণ দিনাজপুর দিবসে অনবদ্য খন পালা গানে মাতিয়ে দিল কুশমন্ডির উষা ভানু নাট্য সংস্থা।কুসংস্কার বিরোধী ও অন্য সামাজিক বার্তাবাহী এই খন পালা গান সোনারপুর সাংস্কৃতিক মঞ্চের সামনে উপস্থিত সমস্ত দর্শককে আপ্লুত করেছে।
এতে অংশ নিয়েছিলেন সৌরভ রায়,হিরন্ময় রাউত,গৌরবময় রাউত,অনয় কুমার কুন্ডু,রুপা মজুমদার, রেবা সাহা সরকার ও চঞ্চল কুমার শীল।খন পালাকার সৌরভ রায় জানান” খিটকালুর সংসারেত ফাতেরার বিহা এই খন পালা দর্শক দের পছন্দ হওয়াতে আমাদের সবার পরিশ্রম সার্থক “।
এই অনুষ্ঠানের শুরুতে জেলার প্রতিনিধি হিসাবে বিভিন্ন বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।আবৃত্তি,গান,নাচ,সঞ্চালনায় অংশগ্রহণকারী শিল্পীরা প্রত্যেকেই তাদের প্রতিভার স্বাক্ষর রাখেন।প্রোগ্রাম কো-অর্ডিনেটর রীনা সিংহ রায় জানান “আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি তার জন্য মাননীয়া সাংসদ অর্পিতা ঘোষ,প্রসূন বন্দ্যোপাধ্যায় বাবু ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কে কৃতজ্ঞতা জানাই”।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোনারপুর বইমেলা কমিটির পক্ষে সত্যব্রত পাল,মৃগাঙ্ক মন্ডলরা জানান ” থিম জেলা হিসাবে দক্ষিণ দিনাজপুর জেলা ও শিল্পীরা যেভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছে তাতে আমরা ভীষণ আনন্দিত।এরকম আগে কখনও হয়নি।আমাদের আগামী বছরের থিম উত্তর দিনাজপুর জেলা”।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});